নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

যখন অমি থাকবো নাকো আমায় রেখো মনে

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসের পয়লা তারিখের কথা। নর্থ আমেরিকান লেবার ডে লং উইক এন্ড এ ডাউন টাউন মন্ট্রিয়ল এর শেরাটন হোটেলে শুরু হয় ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন ইন নর্থ আমেরিকার ৩ দিন ব্যাপি বাৎসরিক সন্মেলন ফোবানা ৯৫। সেবার ফোবানা সন্মেলনে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন বাংলাদেশের খ্যাতিমান গীতিকার মাসুদ করিম। দূর্ভাগ্য জনক ভাবে ওই সন্মেলনের অনুষ্ঠান মঞ্চে মাসুদ করিম এর হার্ট এটাক হয়। মন্ট্রিয়লে তাঁর চিকিৎসা চলাকালে ধরা পরে মাসুদ করিম দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তাঁর হাতে আর বেশী সময় বাকী নেই। অর্থাৎ তিনি মারা যাচ্ছেন।



আমার কাছে তখন একটা ভিএইচ এস ক্যামকর্ডার, জীবন মরনের এমন সীমানায় দাড়িয়ে মাসুদ করিম কি কারনে যেনো ক্যামেরার সামনে অবলিলায় কথা বলে গিয়ে ছিলেন। আমি তাঁর পারমিশন নিয়ে বেশ কিছু দিন তিনি ও তাঁর পরিবারের সেই সব দিনের অনেক স্মৃতি ক্যামেরায় ধারন করে ছিলাম। সেই ফুটেজ দিয়ে ভিএইচএস মেশিনে এডিট করে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করে ছিলাম তখন নাম, বিষয় গান।



মাসুদ করিমের লেখা অনেক গান বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য লেখা তার অনেক গান আমার ভীষন প্রিয়। খুব ছোট বেলায় একটি গান রেডিওতে প্রায়ই বাজতো, বাঁশি বাজে ওই দূরে চেনা কী অচেনা সুরে এ লগনে মন মোর কিছুতে যে রয় না ঘরে... আমার আব্বার ভীষন প্রিয় ছিল এই গানটি। রেডিওতে রাতের বেলায় এই গান যখন বাজতো মনের ভেতরে কেমন যেনো হু হু করে উঠত! কষ্ট মত লাগত, অথচ কেমন যেনো ভালো লাগত গানটা শুনে। এই গানটি লিখেছিলেন মাসুদ করিম। আমার একটা প্রিয় সিনেমার গান হচ্ছে, সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া। এই গানটি টিভিতে ছায়াছন্দ অনুষ্ঠানে প্রায় ই দেখাত। শাবানা একটা ঘরের মাঝে বসে তানপুরা বাজিয়ে গাইছেন সামনে বসা তার বাবা গোলাম মোস্তফা। গানের ফাকে মাঝে মাঝে রাজ্জাক কে দেখা যায়, সন্ধ্যা বেলা ঘরের বাইরে দাড়িয়ে উনি গান শুনছেন। এই গানটি কেমন করে লিখে ছিলেন সেই কথা আমি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম গানের গীতিকার মাসুদ করিমকে। উনি বলে ছিলেন। আজ ইউটিউবে একটা গান খুজে পেলাম। পথেরও সাথি পথে নামো এবার... পুরো গানটি নেই, মাঝে মাঝে কেটে গেছে। উজ্জল ববিতা অভিনীত সিনেমাটা টিভিতে দেখে ছিলাম। সম্ভবত অচেনা অতিথি ছবির গান। খুব পছন্দের গান। দেখি এই গানটি ও লিখেছিলেন মাসুদ করিম! মিষ্টি রোমান্টিক মেলোডির গান গুলো অসাধারণ সরলতা দিয়ে লিখতেন মাসুদ করিম। রুনা লায়লার গাওয়া সেই বিখ্যাত গানটি, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব। মাসুদ করিমের লেখা। সেইযে সাবিনা ইয়াসমিনের গাওয়া, আমি রজনী গন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই। এই গানটিও মাসুদ করিমেরই লেখা। বড় অদ্ভুত লাগে যখন রুনা লায়লার কন্ঠে শুনি, যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারি দিক। অথবা শুনি, যখন অমি থাকবো নাকো আমায় রেখো মনে। কি অদ্ভুত গানের কথা লিখেছিলেন মাসুদ করিম!

না, ভুলে যাইনি আপনাকে মনে রেখেছি প্রিয় মাসুদ করিম।



http://www.youtube.com/watch?v=UVT63qBhMko



মাসুদ করিম সম্পর্কে আরো জানতে মাসুদ করিম ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ http://www.facebook.com/MasudKarimFoundation

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৬

েবনিটগ বলেছেন: ==

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭

হৃদয় রিয়াজ বলেছেন: নতুন কিছু জানলাম। ধন্যবাদ লেখক কে। শুভকামনা…

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

লাল দরজা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

ইলা বলেছেন: ব্লগের স্বার্থকতা এখানে। এমন অনেক অজানা তথ্য এখানে পাই। গান গুলো আমার ও প্রিয়- তবে মাসুদ করিমের লেখা, খেয়াল করিনি। ভাল লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

লাল দরজা বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১

লাল দরজা বলেছেন: মাসুদ করিম সম্পর্কে আরো জানতে মাসুদ করিম ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ http://www.facebook.com/MasudKarimFoundation

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.