নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরজা খোলা আছে, চলে আসুন

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা

"ও আমার উড়াল পঙ্খিরে, যা যা রে উড়াল দিয়া যা..." পাগলা কিছিমের মানুষ কোন ইষ্টিশন নাই, গাইল জানি কিন্তু গাইল পাড়ি না। দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

লাল দরজা › বিস্তারিত পোস্টঃ

দূর সেই দেশের ছবি!

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৪





সম্ভবত ১৯৮৩ সালের কথা, ঠিক মনে নাই। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবি দূর দেশ আলোড়ন তুলে মুক্তি পেল। পরিচালনায় বাংলাদেশের এহতেশাম আর ভারতের অমৃশ সাঙ্গাল। লতা মঙ্গেশকর এর সেই সাড়া জাগানো গান, রুখ যা সাথী! যে গান বাংলায় সমান মাধুর্য্যতা নিয়ে গেয়ে ছিলেন সাবিনা ইয়াসমিন। শশি কাপুর, শর্মিলা ঠাকুর, নাদিম, রাজ বাব্বার, ববিতা, পারভিন ববি অভিনয় করেছিলেন সেই আশির দশকের মাঝামাঝিতে দূর এক দেশ কানাডায় চিত্রায়িত ছায়াছবিটিতে। বাংলাদেশে দূর দেশ নামে মুক্তি পেলেও ভারতে ছবিটি মুক্তি পেয়ে ছিল গেহেরি চোট(গভীর আঘাত) নাম নিয়ে। এই ছবি'র পাঁচটি গান বাংলাদেশে তখন খুবই জনপ্রিয় হয়ে ছিল। ভাইটি আমার তুমি কেঁদো না, যেও না সাথী, দুশমনি করো না প্রিয়তম, তুমি আমারে ভালোবাসো এ কথা আমার মন জানে ইত্যাদি গান সেই যে মনে গেথে গিয়ে ছিল আজো তেমনি মনে আছে! দূর দেশ ছবিটি আমি পাঁচ বার দেখেছিলাম ঢাকা শহরের বিভিন্ন হলে। জোনাকী, মধুমিতা, আনন্দ আর শ্যামলী হল ঘুরে ঘুরে যখন দূর দেশ দেখি তখন ধারনা ও ছিল না ঠিক তার ৪/৫ বছর পর আমি নিজেই ডেরা বাঁধতে চলে যাবো সেই একই দূরের সেই দেশে!





প্রায় তিরিশ বছর আগের দেখা ছবির গান গুলো আজ আবার মনে পড়ল। ইউটিউব খুঁজে খুঁজে শুনলাম সব গুলো গান। বাংলা ভার্শনের ভিডিও কোয়ালিটি জঘন্য। একই ছবির ভারতীয় প্রিন্ট এর কি অবস্থা আর আমাদের প্রিন্টের কি দশা! জানি না আমাদের আসল প্রব্লেমটা কোথায় কোনখানে! নইলে একই জিনিস এই দেশে আসলে সেইটার হালত এমন হয়ে যায় কেমন করে! যাই হোক, দূর দেশ প্রথম দেখি আমাদের পরিবারের প্রায় বিশ/ পচিশ জন সদস্যের এক দল আনন্দ হলে। আমার মামারা তখন জাহানারা গার্ডেনে ঢুকতেই বা'হাতের বিশাল বাংলো বাড়িটায় থাকতেন। মামা/মামীরা তাঁদের ভাই/বোন আমরা ভাই/বোন মিলেমিশে ৯টা ১২টা শোতে ডিসিরে এক সারি প্রায় এ মাথা ও মাথা পুরোটাই আমরা আমরা। এই শো তে অদ্ভুত এক মজা হয়ে ছিল। সিনেমা আর সিনেমা হল হলো আমার অদ্ভুত এক ভালোলাগার যায়গা। বিরতির সময় তাই ঠান্ডা আর চিপ্স/ চানাচুর আমি ছাড়া কে এমন ফূর্তি সহকারে কিনতে আর যাবে! খাবারদাবার কিনে দুই হাতে এক গাদা কোল্ড ড্রিংক্স নিয়ে হলে ঢুকে সিড়ি ভাংছি এমন সময় পেছনের এক সিট হতে সমানে ডাকছে, ঐ ঠান্ডা ঐ ঠান্ডা । আমি তো শুনেও না শুনার ভান করে দ্রুত পা ফেলে উপরে উঠছি। পেছনের লোক গলা চড়িয়ে ডাকেন, ঐ ঠান্ডা এদিকে আয় ছেমরা! কে তখন কার কথা শুনে! আমি ইজ্জত বাঁচিয়ে পরিমরি করে আমাদের সিটের কাছে এসে হাতে হাতে সবাইকে খাবার গুলো দিয়ে দম ফেলি। ততক্ষনে পেছনের লোকটা অন্য ঠান্ডা অলাকে খুঁজে পেয়ে যান। ছবি আবার শুরু হয়ে যায়।







১৯৮৮ সালে কানাডা যাবার পর আমি দূর দেশ ছবির বিশেষ বিশেষ লোকেশন গুলি খুঁজে বার করি। টরন্টোর সিএন টাওয়ার, হাই পার্ক, লেক অন্টরিওর আশপাশ, নায়াগ্রা ফল, নায়াগ্রার কাছের সেই বিখ্যাত ফ্লাওয়ার ক্লক! মনে আছে যায়গা গুলোর ছবি তুলে দেশেও পাঠিয়ে ছিলাম তখন। সে আজ হতে প্রায় চব্বিশ/ পচিশ বছর আগের কথা। আজ আবার গান গুলো শুনে, ছবির দৃশ্য দেখে কত কি মনে হলো! প চি শ বছর কেমন কেমন করে পেরিয়ে গেল... টেরও পাওয়া গেল না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৯

খেয়া ঘাট বলেছেন: চমৎকার স্মৃতি।
এই ঠান্ডা, এই ঠান্ডা...........জোস লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০৬

লাল দরজা বলেছেন: :)

২| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৬

মোসতাকিম রাহী বলেছেন: কাকতালীয় ব্যাপার হলো, গত কিছুদিন ধরে এই ছবির কয়েকটা গান আমাকেও আসর করে আছে, নিয়মিত দেখছি ইউটিউবে। ছবিটা দেখেছি ছোটবেলায় বিটিভিতে, কাহিনি মনে নেই।

ছবিটি ইন্ডিয়ায় দু'বার রিলিজ হয়েছিল, ৮৩তে 'দূরদেশ' নামে, ৮৬তে 'গেহরি চোট' নামে। কপিরাইট আলট্রা সিরিজ এর। এদের আপলোড করা ভিডিওটির কোয়ালিটি বেশ ভালো, কিন্তু হারামজাদারা ববিতা কিংবা এহতেশাম এর উল্লেখ করে নি, ববিতার গানও আপলোড করে নি।

উষা খান্নার সুর অসাধারণ, বাংলা হিন্দি দুই ভার্শনই বেশ লাগে।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪

লাল দরজা বলেছেন: রিলিজের ইয়ারটা নিয়ে কনফিউজ হয়ে গেছি ইউটিউবের তথ্য থেকে। ওইখানে হিন্দি গানগুলোর ইনফো এক রকম আর বাংলাটা যারা আপলোড করেছে কোথাও পুরো ইনফরমেশন নাই। একটা ভিডিওতে লিখা রিলিজ ইয়ার ১৯৮৩। আমার ও ৮৩ই মনে হচ্ছে। ভুলে গেছি এত দিন বাদে! আর আমার মনে হয় হিন্দি ভার্শনটার নাম রাখা হয় গেহেরি চোট আর বাংলাটার নাম দূর দেশ। ভারতে দুইবার রিলিজের ব্যাপারটা সিওর না!
মন্তব্যার জন্য ধন্যবাদ। :)

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২৯

মোসতাকিম রাহী বলেছেন: http://www.youtube.com/watch?v=BWPOqxm2xpQ

৪| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২

মোসতাকিম রাহী বলেছেন: আপনার প্রথম ভিডিওটি দেখতে না পেয়ে লিংক দিয়েছিলাম; একই লিংক দেখছি :)

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৬

লাল দরজা বলেছেন: লিংন্ক ঠিক করেছি, এখন মনে হয় দেখা যাচ্ছে।

৫| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৪১

রামন বলেছেন:

৬| ৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:০৮

মোসতাকিম রাহী বলেছেন: আইএমডিবি দুটো নামই স্বীকার করছে, রিলিজ ডেইট ৩১ মার্চ ৮৩। দ্বিতীয়বার রিলিজের কথা কিছু নেই। আমি কোথায় পড়েছি মনে পড়ছে না, তবে আলট্রা সিরিজের ভিডিওটাতে গেহরি চোট নামে ছিয়াশিতে রিলিজের উল্লেখ আছে।

আইএমডিবি লিংক: Click This Link

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৭

লাল দরজা বলেছেন: হুম, দু'টো নাম কারন তাঁরা বাংলাদেশে দূর দেশ আর ভারতে গেহেরি চোট এই নামে রিলিজ করেছিল মনে হয় ১৯৮৩তে। হুম ১৯৮৬ তো লিখে রেখেছে দেখলাম। ভিডিও রিলিজের ডেট কি না কে জানে! নয়ত এই ছবি তিন বছর পর আবারো রিলিজ করবার কোন কারণতো দেখি না। নিংন্ক এর জন্য ধন্যবাদ!

৭| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৫১

বাঁধলেই বাঁধন বলেছেন: বর্ষার আবহাওয়া নাকি ফ্লিম নস্ট করে! গানগুলো আসলেই চমৎকার শ্রুতিমধুর!

৮| ৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:১৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ওয়াও!!! চমৎকার স্মৃতি!
গানগুলো আমারও খুব পছন্দের।

বাংলাদেশের আরকাইভগুলো সব জবরজং। এসব বলে মিজাজ গরম করতে চাই না। বাংলায় পেলে আরও ভালো হতো।

অনেক ধন্যবাদ আপনাকে:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.