নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
- আজহার উদ্দিন
তুমি বলে ডাকো,
আমার "আপনি" কেটে দিয়ে,
তোমার চোখের ভাষা যেন
অজানা কোনো চাওয়ার গল্প বলে।
মেরুন রঙের আড়ালে
ঢেকে আছে যত্নে রাখা শোভা,
কালো মাস্কের অন্তরালে
অপ্রকাশিত ইচ্ছার ঢেউ খেলে।
অবাক করা সেই চাহনি,
নিভৃতে ডাকে, আমন্ত্রণ জানায়,
তবু তোমার তুমি ডাকের আড়ালে
এক অদৃশ্য রহস্য লুকিয়ে রয়।
তুমি চাও—আমি শুনি,
নিঃশব্দ সেই আহ্বান,
তোমার মাঝে মিশে যাই,
আমার কল্পনার রঙে।
০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৫
ছোট কাগজ কথিকা বলেছেন: ধন্যবাদ, আজব লিংকন। আপনার মন্তব্যে অনুপ্রাণিত বোধ করছি। এই কবিতাটি আজই মুহূর্তের অনুভূতি থেকে লিখেছি, যখন একটি বিশেষ দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। কিছু মুহূর্ত থেকে যেন কবিতা জন্ম নেয়, এটাই তার মাধুর্য।
২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৮
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার
০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৬
ছোট কাগজ কথিকা বলেছেন: অনেক ধন্যবাদ, সাইফুলসাইফসাই! আপনার প্রশংসা অনুপ্রেরণা যোগাল। আরও ভালো কিছু লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক অনুভব---
৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৯
ষহততহ বলেছেন: Love your blog! Always full of great information. URL
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৮
আজব লিংকন বলেছেন: "তুমি চাও—আমি শুনি,
নিঃশব্দ সেই আহ্বান"
গভীর। ভালো লেগেছে।
কবে লিখেছিলেন ?