নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
জাগ্রত হও
ওয়ালিয়া আজহার
তুমি আজ জাগ্রত হও
নতুন ছন্দে
নতুন অনুভূতিতে।
হৃদয় ছুয়ে যাক তোমার
প্রতিধ্বনিতে...
নতুন আলিঙ্গনে
আজকে নতুন ছন্দে।
নতুন রোদের হাসি ফুটেছে
তোমার উঠোনে,
রঙ্গের মেলা বসেছে দেখো
কত ফুলের মাঝে
হৃদয় মম নাচে।
পাখির গানে মুগ্ধ হোক,
তোমার জীবন পূন্য হোক।
নতুন নতুন ছন্দে,
আহা! মনের আনন্দে।
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১
নুর ইসলাম রফিক বলেছেন: আমি আধারী, আলেয়ায় বসবাস
আশার মৃত্যুতে, আশাহীন নিরাশ।
আধারের পাখির গান শুনা হয়
হয়না কভু দেখা, সে পাখি।
না আমি অন্ধ নই, ঠিক আছি, ঠিক আছে আমার আখি।
কে যেন কবে বলেছিল মনান্ধ তুমি
দেখনা তুমি প্রণয় বিচরণ।
সেদিনের পর থেকে আর হয়নি,
মায়ার জালের আবরণ।
আধারে ফুল ফুটে আধারে যায় ঝরে
আধারীর চক্ষু নচেৎ নাহি কারে।
বৃহৎ আধারে আধারী জীবন
হয়না যে তার রোদেলা দুপুরের প্রয়োজন।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল
৪| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন ।
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮
ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে...