নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

"My Wish"

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫


আজহার অপু:


আমার স্ত্রী কিন্ডার গার্টেন টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস থ্রি'র খাতা দেখছিলো। খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস থ্রির পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
-তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে।
-তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
-আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে পাপ্পি দেয়। কিন্তু আমায় একদিনও পাপ্পি দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
.
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
-কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।
#সাবধান : সমস্ত বাবা মায়ের উদ্দেশে & আগামিতে যারা বাবা মা হবে তাদের উদ্দেশে এই পোষ্ট।undefined

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি গল্পে যেভাবে লিখেছেন সে অবস্হায় বাংলাদেশ এখনও যায়নি। তবে যাওয়ার পথে এগিয়ে চলছে।

আপনি সম-সাময়িক অবস্হা তুলে ধরতে চেয়েছেন, সেই জন্য ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

ছোট কাগজ কথিকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ!!

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:
হুম।

তবে, এটা ফেসবুকে অাগেই পড়েছি।

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

ছোট কাগজ কথিকা বলেছেন: জি! ধন্যবাদ!!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

জাহিদ অনিক বলেছেন: কথার আংশিক সত্যতা আছে । তবে মা-বাবারা এখনো এতটাও উদাসীন হয়ে যান নি ।
যাহোক প্রথমে আমি ভেবেছিলাম কাহিনী সত্য, পরক্ষনেই মনে হল , ফিকশন ইজ ফিকশন ।

০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

ছোট কাগজ কথিকা বলেছেন: ধন্যবাদ!!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

কালীদাস বলেছেন: এই লেখাটা ব্লগে আগে দেখেছি। মেইন সোর্স উল্লেখ করেন।

০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

ছোট কাগজ কথিকা বলেছেন: মেইন সোর্স নো আইডিয়া। আই জাষ্ট কপি ফরম আহার অপু।।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কপি পেস্ট দিলে জানিয়ে দিবেন। অন্যের পোস্ট দিয়ে কোন সুখ নেই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.