নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা দিবস

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

-ফাতেমা জাহান লুবনা

দিবস করে ভালবাসা জানাও কেন হায়?
হৃদয়ে কি ভালবাসার এতই অভাব হয়?
ভালবাসতে হলে মত্ত বড় মন থাকা চাই,
দিবস করা ভালবাসায় আছে কি সে ঠাঁই?

যাকে আমি ভালবাসি নিত্য দিনই বাসি,
মন খুশিতে নেচে ওঠে দেখলে তার হাসি।
শুনি যখন আছে সে একটুখানি দুঃখে,
মনটা কালো হয়ে যায় চুপসে যাই শোকে।

পবিত্র প্রেমের ঝরনা ধারা স্বর্গ হতে আসে,
দুঃখ -সুখের নদী যেন যুগলধারায় ভাসে।
মনকে করে মহৎ অতি,
পূর্ণ হলে হৃদয়ে প্রীতি।
দূর হয়ে যায় সংকীর্ণতা,
বিকশিত হয় যে আত্মা।

অপবিত্র প্রেম পঙ্গু করে সমাজ- সংসার,
অগ্নি ঝড়ে যায় পুড়ে যায় কত পরিবার।
মন ভেঙে যায় যখন তখন,
মন খেয়ালের বশ,
একটুখানি আড়ালে হলে
প্রেমে নামে ধস।

ভালবাসা দিবস নামে কোন দিবস নাই,
উগ্র পথে উল্টো হাঁটলে জীবনটা বৃথাই।
পবিত্র প্রেম -পবিত্র বাঁধন সৃষ্টিকর্তার দান,
দেহ ও মন থাক পবিত্র এই করি আহবান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.