নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার দিনে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

-রুনা রোকসানা

-ঐ ফুলি, ফুলি ওঠ।
- আর একটু ঘুমাই?
- ফুল বেচতে যাবি না ওঠ।
- হুম, যামু তো।
- তাইলে ওঠ, আইজ নাকি ভালোবাসার দিম। ম্যালা ফুল বেচতে পারুম, ম্যালা কিছু কিনা খামু।

ফুলি উঠে পড়লো। ফুলি আর মনিকা এক সাথেই ফুল বিক্রি করে। ওদের বাবা মা কারা তা ওরা জানে না। থাকে বস্তিতে এক মহিলার কাছে, যাকে ওরা খালা বলে ডাকে।
ফুলি আর মনিকা ফুল নিয়ে টি এস সি চলে এলো। এদিক বেচাবিক্রি ভালোই হয়। ওখান থেকে আসবে শহীদ মিনার।

- এই পিচ্চি এদিক আয় তো, কত করে ফুল?
- একটা গোলাপ দশ ট্যাকা।
- যা যা দশ টাকা হবে কেন রে?
- নেন স্যার খুব ভালো গোলাপ।
- পাঁচ টাকা দিবি।
- তিনটা পঁচিশ টাকায় দিমু।
- যা ভাগ।

ফুলি মন খারাপ করে চলে আসলো। ছেলেটি ফুলিকে দমক দিয়ে মনের আনন্দে সিগারেট ফুঁকছে আর কাকে যেন ফোন করছে।
: হ্যালো, তুমি আসবা না নাকি?
ওপাশ থেকে কিছু বললো হয়তো
: আচ্ছা, টি এস সি চলে আসো।

মনিকা অন্য পাশে ছিল। এদিকে এসে ফুলি কে দেখেই বললো - কি হইছে ফুলি? বেচাবিক্রি হয় নাই?
- হইছে
- মন খারাপ করস ক্যান, বকা ত খাবিই। বকা খাইতেই আমাদের জন্ম।
- ভালোবাসা দিবস কি?
মনিকা হেসেই খুন,
- বুঝোস না, প্রেমিক প্রেমিকারে ভালোবাসে ফুল দেয়। আর কমু না শরম লাগে।
- আমাগো কেউ ভালোবাসে না ক্যান?
- হইছে মন খারাপ করিস না। এদিনে তো আমাগো বেচাবিক্রি ভালো হয়।

ক্যামেরা গলায় ঝুলানো এক লোক ফুলি ও মনিকাকে ডাকে।
- ফুল নিবেন স্যার? প্রতিটা ১০ টাকা।
- হ্যাঁ, নেব। আগে তোমাদের কয়েকটা ছবি তুলবো। তুলবে?
- ক্যান স্যার?
- তোমাদের ছবি পেপারে দেব দেখবে কত সুন্দর লাগছে।
- হা হা কত মানুষ তুইলা নেয় ছবি। বিদেশিরাও নেয় কিন্তু পরে কি করে জানি না।
ফুলি ও মনিকার কয়েকটা ছবি তোলা হলো।
- দাও একটা ফুল দাও।
-মাত্র একটা?
- হুম দাও।
একটা ফুল নিয়ে একশ টাকার একটা নোট ওদের দিয়ে লোকটি চলে গেলো।

দুপুরের দিকে সব ফুল বিক্রি হয়ে গেছে। ফুলি আর মনিকার ক্ষুধাও লেখেছে খুব।
আইজ ম্যালা ট্যাকা হইছে হোটেলে খামু বলে মনিকার মুখ উজ্জ্বল হয়ে গেলো।
ফুলি ও মনিকা একটা হোটেলের দিকে চললো এখানেও খুব ভীর। এত্ত এত্ত মানুষ।
হোটেলের কাছে আসতেই এক লোক বললো - যা যা অহন, ভিক্ষা হইব না।
- আমরা ভিক্ষা করতে আহি নাই খাইতে আইছি।
- চুপ, ছোট মুখে বড় কথা। যা যা রাস্তা ছাড়। বলে লোকটা ওদের ধাক্কা দিয়ে বের করে দিলো।

ফুলি মনিকার দিকে তাকিয়ে বললো - এইডাই বুঝি ভালোবাসা দিবস?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.