নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
নোমান মাহফুজ: শিরোনামের কথার উত্তর জানতে চাইছি বর্তমান সময়ের হরেক পত্রিকার সম্পাদক মহোদয়ের কাছে। অবশ্য আমার জানতে চাওয়া যে অনেকের কাছে অন্যায় তাও অস্বীকার করার কোন অবকাশ নেই। কে কী বললো তা না জেনে নিজের মনের আকুতি প্রকাশ শ্রেয়। একসময় পত্র পত্রিকার পাঠক ছিল। তবে অধিকাংশরা তাদের মন মত খোরাক পেত না। খুঁজতো সম্পাদকদের। পত্রিকা কী প্রকাশ হচ্ছে জানতে চাইতো! আর এখনকার সময় পাঠকরা বলে, সময় নেই। কারণ পত্রিকার মতো কলাপাতার অভাব নেই। যখন তখন মাসে সপ্তাহে কলাপাতাটা হাতের নাগালে! সম্পাদকের হালখাতায় সবার নাম। পাঠক তখন খুঁজে প্রকাশক হওয়া বা সম্পাদক হওয়ার। আর তেমনটার প্রতিফলন ঘটে বছরের ফেব্রুয়ারী এলেই। ঝাকে ঝাকে যখন সম্পাদক গোষ্ঠির উপদ্রব,তখন পাঠক গোষ্ঠি খোঁজে রেহাইয়ের পথ। কাকে ধরবে কাকে ছাড়বে? এই সেই ভেবে সম্পাদক থেকেও যেমন নিজেকে আলাদা করে রাখে ঠিক তেমন পত্রিকাগুলোকে ব্যবহারী কাজের মাধ্যম হিসেবে উপযুক্ত রুপ দেয়। তাই বলি মাননীয় সম্পাদক! পাঠক কে?
©somewhere in net ltd.