নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
একদা মেয়েটার সব ছিল সব। সাজানো স্বপ্নে ছিল পরিপাটি। মা বাবা ভাই বোন ছিল। স্বামী সংসার ছিল। আগামীর স্বপ্নে বিভোর ছিল সে। কিন্তু এখন.....
স্বামী নেই। সংসার নেই। মা বাবা আত্নীয়রা থেকেও নেই।
আছে শুধু ঘৃণার ঢাকঢোল। আর তার মাঝেই চেয়েছিলাম মেয়েটাকে একান্ত আপন করে অতীতের গ্লাণী সব মুছে দিয়ে সম্ভাবনার ঐতিহ্যে ফিরিয়ে নেব। কিন্তু.....
পারলাম না। অবিশ্বাসের তীরোন্দাজের কাছে। গেঁথে গেছে বুকে। যার চাপা ব্যথায় ধুঁকছি। তবুও সে তার অতীত খুঁজছে না। আর হ্যাঁ খুঁজবে! তখন আমি ভীষণ ব্যস্ত থাকবো স্বার্থদের নিয়ে।
©somewhere in net ltd.