নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
ছাবিলা ইয়াছমিন মিতা
বুবু তুমি কেমন আছো
বলো নাগো আজ,
আমার কথা ভেবে তোমার
হয়না বুঝি কাজ ?
তোমায় যে খুব পড়ে মনে
গেলে বকুল তলে,
দু চোখ আমার যায় যে ভরে
অথৈ সাগর জলে।
মাঝে মাঝে তোমার সাথে
দিতাম আমি আঁড়ি
তাই কি বুবু চলে গেছো
ঐ যে শ্বশুর বাড়ি ?
তুমি আমায় আদর করে
ঘুম পাড়িয়ে দিতে,
পানি আনতে যাবার সময়
আমায় সাথে নিতে।
আমি এখন কার কাছে তে
চুল যে বেঁধে নেব,
বলো বুবু কার মুখে আজ
চুমু এঁকে দেব ?
এই যে আমি কান ধরেছি
আর দিব না আড়ি,
বুবু তুমি রাগ করো না
ফিরে এসো বাড়ি ।
©somewhere in net ltd.