নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: নোমান মাহফুজ
.
ফেইসবুক! আজব এক ভুবন
অনেক আছে-কিছু নেই,
সময়ের তালে অনেক কিছু
আমরা সবাই হারিয়ে দেই।
ফেইসবুক নামক আজব ভুবনে
'হঠাৎ বন্ধু'র অভাব নেই,
কখনো হয় একান্ত আপন
কখনো কোন খোঁজ নেই।
হ্যাঁ অনেক পেয়েছি হারিয়েছি
কত যে জীবনের পথে,
কত স্মৃতি কত বেদনা
হাতছানী দেয় জীবন প্রভাতে।
এই ভূবনে কাউকে আপন ভেবে
করো না জীবন নষ্ট,
না হয় জীবনের পরতে পরতে
ভোগ করবে দুঃখ কষ্ট।
©somewhere in net ltd.