নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
লেখক: আজহার অপু
বন্ধুকে মেল করতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিয়েছেন অফিসের বসকে৷ আর তারপর তো টেনশনে আপনার ঘেঁমেনেয়ে একাকার কাণ্ড৷ ভাবছেন এই বুঝি গেল আপনার চাকরিটা৷ আপনার যদি কোন দিন এই অবস্থায় পড়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আবার এরমক হলে আর টেনশনের কিছু নেই৷ ছোট্ট সেটিংসের মাধ্যমে এবার আপনি এই ভুলকে শুধরে নিতে পারবেন৷
জি-মেলের আনডু সেন্ড অপশনের মাধ্যমে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে জিমেল৷ কিভাবে সেটিংস করবেন এই আনডু সেন্ড-
১. আপনার জি-মেল অ্যাকাউন্টের সেটিংসের গো(Go) প্যানেলে যান৷
২.এবার সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে(Labs) যান৷ এখানেই পাবেন গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার অপশন৷ সেখান থেকেই আনডু সেন্ অপশনটিতে যান৷
৩. এন্যাবেল(Enable) অপশনে ক্লিক করে সেটিংস সেভ করলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন৷
৪. পরীক্ষা করার জন্য একটা ইমেল পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন৷ আপনি যখনই সেন্ড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেন্ড অপশনটি দেখতে পাবেন৷ এখানে ক্লিক করলেই ই-মেলটি আর সেন্ড হবে না৷
©somewhere in net ltd.