নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা

আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।

ছোট কাগজ কথিকা › বিস্তারিত পোস্টঃ

ভুল করে পাঠানো ই-মেইল শুধরে নিন এক ক্লিকে

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

লেখক: আজহার অপু

বন্ধুকে মেল করতে গিয়ে ভুল করে পাঠিয়ে দিয়েছেন অফিসের বসকে৷ আর তারপর তো টেনশনে আপনার ঘেঁমেনেয়ে একাকার কাণ্ড৷ ভাবছেন এই বুঝি গেল আপনার চাকরিটা৷ আপনার যদি কোন দিন এই অবস্থায় পড়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আবার এরমক হলে আর টেনশনের কিছু নেই৷ ছোট্ট সেটিংসের মাধ্যমে এবার আপনি এই ভুলকে শুধরে নিতে পারবেন৷

জি-মেলের আনডু সেন্ড অপশনের মাধ্যমে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে জিমেল৷ কিভাবে সেটিংস করবেন এই আনডু সেন্ড-

১. আপনার জি-মেল অ্যাকাউন্টের সেটিংসের গো(Go) প্যানেলে যান৷

২.এবার সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে(Labs) যান৷ এখানেই পাবেন গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার অপশন৷ সেখান থেকেই আনডু সেন্ অপশনটিতে যান৷

৩. এন্যাবেল(Enable) অপশনে ক্লিক করে সেটিংস সেভ করলেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন৷

৪. পরীক্ষা করার জন্য একটা ইমেল পাঠিয়ে পরীক্ষা করে নিতে পারেন৷ আপনি যখনই সেন্ড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেন্ড অপশনটি দেখতে পাবেন৷ এখানে ক্লিক করলেই ই-মেলটি আর সেন্ড হবে না৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.