নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: শিলি আসমা
আমি তো শুধুই আমি !
তবু তুমি ডেকে বল কেন ? প্রিয়া...
আমি তো আকাশ নই; তবু
বল কেন নীলান্জনা!
সূর্য্য তো নই তবু বল গোঁধূলী !
সাগর নই তবু উর্মি বল তুমি ।
আমি তো প্রকৃতি নই !
তবু তুমি বল কেন ঝড়
আর শ্রাবণের বৃষ্টি ;
কেবলি তোমার বুকে
কাঁপন জাগাই নাকি ?
আগুন নই ,তবু পুড়ে
ছাই হও তুমি !
আমি তো আশা নই
আমায় নিয়ে স্বপ্ন দেখ তুমি ?
প্রেয়সী নই তো আমি; তবু
কেন এত ভালোবাস তুমি....!!
©somewhere in net ltd.