নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: মাহবুবা খাতুন
ঝিমিয়ে পড়া জাতিকে জাগাবার জন্য
আরও একবার প্রয়োজন নজরুল তোমাকে,
রক্তে দ্রোহ আনার জন্য এ জাতি;
সন্ধানী আরও এক নজরুলের খোজে ৷
যার কলমের হুংকার, বাতিলের রাহুবার
ছিন্ন ভিন্ন করবে,হবে খান খান,
আধমরা বিবেকেরা ফিরে পাবে জীবন
হবে সাহস শক্তির সচেতন উত্থান ৷
আরও একবার জাগারন, গাইবে যৌবন
রাকিব,রাজনদের মত হত দারিদ্রের জন্য
ছোটন,হানিফ অজানা শাহাদাৎ প্রানের জন্য,
রক্তে রক্তে শিহরন,দেহ মনে আলোড়ন
নজরুল চেতনা জাগাও আর একবার,
মুসলিম নাম তোমার,বীরের জাতি
অন্যায়ের কাছে মাথা নয় নত,হোক সে জ্ঞাতি
নজরুলের এই উচ্চারন স্মরনে আসুক বারবার ৷
ধুঁকে ধুঁকে তিলে তিলে সইবে কত যন্ত্রনা
অপলোকে, অপঘাতে প্রান দান কতকাল চলবে এই মন্ত্রনা
স্বাধীন ভূমিতে মন মানস পরাধীন,একেমন তোষনের নীতি,
মুখ বুজে শয়ে যাবে নজরুলের বাংলা,এক আজবুঝে, আবছায়া রীতি ৷
মায়ের দু‘ চোখ কাঁদবে কত কাল! বাঁধভাঙা অন্যায়ের স্রোতে কে ধরবে হাল?
কলের গান তবুও গাও নজরুল
জোয়ার জাগাও ছড়িয়ে পড়ুক বিশ্বময়
তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলার
মুখ খুলে কথা বলার
একটি মুক্ত বাংলা চাই ৷
নজরুলের কবিতার কথা মালার ন্যায়
ঝরে পড়ুক আগুনের ফুলকিরা,
ছারখার হোক সব অলাসতা, ইতস্ততা
নব সৃষ্টির উল্লাসে ছড়িয়ে পড়ুক শান্তির বারতা ৷
ঝেড়ে ফেলো জড়তা, আওয়াজ দাও আনবে মুক্তির বারতা
জানালার পাশে যে চোখ অপেক্ষমান,
নজরুল তুমি ফিরে এসো এই বাংলায়
সময়ের নিরিখে আজ তোমার বড় প্রয়োজন ৷
©somewhere in net ltd.