নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: মোঃ জাকির হোসেন
হে পরম খোদা পরওয়ার-দিগার
ভুল করেছি তোমার তরে,
ক্ষমা কর তুমি আমায়।
তোমায় ভুলে পাপ পথে
চলেছি আমি দিবা-নিশী,
ক্ষমা কর তুমি আমায়।
বুঝেছি আমি জীবন ভরে
অসৎ বন্ধুর পাল্লায় পড়ে
ক্ষমা কর তুমি আমায়।
অসৎ বন্ধুর পাল্লায় পড়লে
সৎ হবে অসৎ, না হবে সৎ
সেই ভুলে পড়েছি আমি,
ক্ষমা কর তুমি আমায়।
জানি, চোরের সাত দিন
একদিন সাধুর হবে নিশ্চয়,
তুমিই তো সাধু তুমিই তো সব
হে খোদা পরওয়ার-দিগার
ক্ষমা কর তুমি আমায়।
©somewhere in net ltd.