নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: নুসরাত হক
তখন গোধূলি ছিল;
ছিল পাখীদের কুলায় ফেরার তাড়া,
বাতাসের বেগ মাঝারি,
আকাশে ঝুলন্ত হলদে চাঁদ,
একটা উড়ন্ত চুপসানো বেলুন,
লাইট পোস্টে বসা একাকী কাক,
বাতাসে ভাসছিল একটা
ছেড়া চিঠির কিয়দংশ।
সারি সারি কুটিরের বাতি জ্বালানোর প্রস্তুতি;
অতঃপর দিনের শেষ রশ্মি জানান দিয়ে গেলো
আমি বেঁচে আছি আজও !
©somewhere in net ltd.