নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি:
আয়েশা সিদ্দিকা আতিকা
ছোট মেয়ে তাসনিয়া মা-মণি
গোল গাল মুখ,
তাকে দেখলেই মনের মাঝে
পাই অনাবিল সুখ।
মিষ্টি মুখের মিষ্টি হাসি
আহ কি অপরুপ!
অবাক মিষ্টি চাহনী দেখে
থাকতে পারিনা চুপ।
হামাগুড়ি দিয়ে আসে মামণি
আমার পাশে যখন
আস্তে করে ধরে আমায়
দাঁড়িয়ে যায় তখন।
একটু আধটু মুখের বুলি
ভালো লাগে খুব
দাত নেই হাসলে তবু
লাগে অপরুপ।
মিষ্টি মায়ার অধিকারীনি তুমি
মাইশা তাবাসসুম তাসনিয়া,
ইচ্ছে হয় সারাটিক্ষণ থাকবো
তোমায় পাশেতে নিয়া!
বাবা - মায়ের স্বপ্ন তুমি
বড় হলে করবে
হাফেজা আলেমা হয়ে তুমি
দ্বীনের পথে চলবে।
©somewhere in net ltd.