নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি পেশায় একজন শিক্ষক, প্রশিক্ষক, সংবাদকর্মী, সমাজসেবক এবং প্রযুক্তিবিদ। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, এবং সমাজের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমি বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকি।
কবি: ওয়ালিয়া আক্তার ( Korona Aktter )
তুমি আসবে বলে
বসে আছি নীরবে একা
কবে পাবো তোমার দেখা.?
অবিশ্রান্ত ক্লান্ত আমি একা
আকাশের মেঘ সরিয়ে দেওনা
আমায় দেখা
আমি আজ একা একা।
জানি তুমি আমার নও
অন্য আকাশের তারা
তোমায় রাতে খুঁজে ফিরি
আমি জোছনা হারা।
যদি একবার বলো ভালোবাসো আমায়
ঢেউয়ের জোয়ারে গা ভাসিয়ে
হবো ছন্নছাড়া,
তুমি আসবে বলে
বসে আছি নীরবে একা
কবে পাবো তোমার দেখা.?
©somewhere in net ltd.