নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অক্টোবর ১৮ - মেমো

১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৮


---
মাঝে মাঝে তুমি উঠে আস
ভাবনার চোরা গলি দিয়ে ।
কোন ভাবে বেঁধে রাখা যায় না নিজেকে ,
যতই নিজেকে বোঝাই না কেন,

তখন নিজেকে হত্যা করি,
নিজের আঙ্গুল গুলো কেটে ফেলি,
চোখ অন্ধ করে দেই,
মনের দুয়ার তবু খুলে যায়,
বাঁধ ভাঙ্গা জোয়ারের মত।


----

আমরা একটি সময়ের ভেতর দিয়ে যাচ্ছি,
চারিদিকে যুদ্ধ,
সবই বিধ্বস্ত।
সময়ের মালিকের সিদ্ধান্ততো অজানা,
তাহলে কিসের এত অর্চনা।
দিনের শেষে রাত, রাতের শেষে আবার দিন,
করুক দেখি এ হিসেবের গড়বড় প্রতিদিন-
সাড়ে তিন হাত ঠিকানা
রাজার ও প্রজার নেই একটুও অজানা,
আমরা কেবলি শেষের দিকে যাই,
তাই চল সব ভুলে, বুকে বুক মিলাই।



----
এলো গরমের শেষে শীতের আমেজ,
সবুজ পাতা ঝরে, হলুদ, লাল সাজে।
আসছে ভয়াল রাত,
তুমি পাশে থেক
একটুকু উষ্ণতা হয়ে, ওই ঠাণ্ডা রাতে।











মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৭

জুল ভার্ন বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ জুলভার্ন ভাই।

২| ১৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৪

মিরোরডডল বলেছেন:





তুমি পাশে থেক
একটুকু উষ্ণতা হয়ে, ওই ঠাণ্ডা রাতে।


এভাবে বললে কেউ চলে যেতে পারে!!!

তিনটা লেখাই ভালো লেগেছে যাদুকর।


১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৫৯

কালো যাদুকর বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.