নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অক্টোবর ১০ - মেমো

১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২০

মানুষের দুরকম জীবন।
একটি জীবনে সে স্বপ্ন দেখে,
অন্য জীবনে সে আবার স্বপ্ন ভেঙ্গে জেগে উঠে।

আমিও স্বপ্ন দেখি-
দেখি তোমার কাছে যাচ্ছি,
আমি একটি পুরোনো সাদা বাড়ি দেখি,
দেখি তোমার কোলে একটি ফুটফুটে শিশু।

ঐ স্বপ্নে হাজার বছরের বসন্ত দেখি ,
দেখি হাজার ফুলের বসন্ত ।

কিন্তু স্বপ্নতো একসময় শেষ হয়,
রাতের শেষে।

আমিও প্রতিদিন জেগে উঠে ভাবি
আজ আমি "আমাকে" দু'ভাবে বিভক্ত করব।

আমার একটি অংশ সব সময়ই ঐ স্বপ্ন দেখবে,
তোমার সাদা বাড়িটি দেখবে,
আর আমি?
ঐ সুন্দর বাড়িটির দিকে, ক্রমাগত হাঁটবো।

আমার আরেক অংশটি
যে ঘুম থেকে উঠতেই চায় না,
ঐ অংশটি কেবল সভ্যতার পাতা কুড়াবে।

আপাতত, ঘুমন্ত অংশই বেঁচে থাকুক।
প্রিয়া, তাহলে তোমার সাথে তো অন্তত দেখা হবে।


-----------------------------------------------------------

জুলাইয়ের শেষ থেকে অগাস্টের প্রথম ১০ দিন গেছে বেশ ব্যাস্ততায়। অনেক দেশে যেতে হল। শরীর বেশ ক্লান্ত হয়ে গেছে। হাতের কাজ গুলো শেষ করতে করতে সেপ্টেম্বের গেল, এখন অক্টোবর চলছে। বছর প্রায় শেষ হতে চলল। গত ছয় মাসে কি অর্জন করলাম, ভেবে দেখলে মন খারাপ হয়। ব্যাক্তি জীবনে প্রাপ্তি চিন্তা করলে, হতাশই লাগে। সমাজ বা দেশ এরকম কোটি কোটি মানুষের সমাবেশ। সমাজ বা দেশের অগ্রগতির জন্য একটি ভাল সিস্টেম থাকা দরকার। আমার মত অগোছাল হলে, দেশের বারটা বাজবে।


আমাকে বলা হয়েছে লেখা জমা দেয়ার জন্য। প্রতিদিনই ভাবি লিখতে বসি। কিন্তু বসলেই এটা সেটা করে রাত ১২ টা / ১ টা বেজে যায়। ভাবছি এখান থেকেই একটা ভাল লেখা ...

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৯

শায়মা বলেছেন: কে লেখা জমা দিতে বলেছে ভাইয়ু???
সামু ব্লগের মাথায় চাপা লেখার ভূত নাকি!!!!!!!! #:-S

১১ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯

কালো যাদুকর বলেছেন: সামু না। সে আরেক ব্যাপার। একটি স্মরণিকা ছাপা হবে।ওই জন্য॥

২| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: আমারও একটা প্রকাশিত হওয়ার কথা কিন্তু লেখা কিছুটা বাকি আছে।

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৪

কালো যাদুকর বলেছেন: সেলিম ভাই : কবিতার বই বের করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.