নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অনর্থক

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

রাতের আকাশে
বিরাট মাশরুমের ঝলকানি।
মরুতে তাপ,
লাখ লাখ ভয়ার্ত মানুষ।

পাম্পে অনেক লম্বা লাইন,
বন্দরে মালামাল লকডাউন।

টিভিতে নেতাদের বক্তৃতা,
সিমান্তে বালক বালিকার ঝুলে থাকা দেহ,

রাজপথের আন্দোলন,
টেবিলের নীচে নেতাদের হিসাব নিকাষ,

টিম এ আউট,
টিম এ ইন।

এগুলো সবই অনর্থক মনে হয়,
তুমি মুখ খিঁচিয়ে বলতে পার -
"আমি মানি না এ সকল অন্যায়"।

এ অনর্থক জিনিসই তখন
জীবনে মূল্যবান মনে হয়ে যায়।

তবে কদাচিৎই
এমন হয়।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যায় মেনে না নেয়াই উচিত। কিন্তু আমরা তো চুপ থাকি

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

কালো যাদুকর বলেছেন: সাধারণ মানুষ কি করবে? এরা অসহায়।ধন্যবাদ ছবিপা।

২| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৫

মিরোরডডল বলেছেন:





টিভিতে নেতাদের বক্তিতা,

বক্তৃতা হবে।

লেখায় বরাবরের মতো যাদু আছে।

০৮ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৭

কালো যাদুকর বলেছেন: ভাল করে পড়ার ও ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.