নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

সাংঘর্ষিক কবিতা

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২২


( ছবি : বোর বোরা, দ্বীপ )

অন্য কেউ
-----------
অনেকদিন আগে ভাবতাম,
ঐ নীল আকাশের পরে তারা হব ,
সবাই তাকিয়ে দেখবে উজ্জ্বল তারা,
আমি তখন ছোট্ট।

এখন আমি অন্ধকার খুঁজে ফিরি,
এখন আমি দুরে পালাতে চাই,
জীবন থেকে,
কৃতকর্ম থেকে,
নিজের সত্বা থেকে,
অনেক দুরে পালিয়ে যেতে চাই।
যেখানে আমার কোন নাম থাকবে না,
থাকলেও সে নামে কেউই আমাকে চিনবে না।

আমি যখন ছোট্ট ছিলাম, আমি আকাশের উজ্জ্বল তারকা হতে চেয়েছিলাম।
আমি এখন বাতাসে মিশে যেতে চাই।

আমি যেদিন সে 'তে পরিণত হয়েছিলাম,
আমি সেদিন প্রকৃতপক্ষে তৃতীয়জন হয়েছিলাম।
আমি সেদিন এমনিতেই হড়িয়ে গিয়েছিলাম,
আমার আরা তারা হওয়া হয়নি।

ছবি: এই ছবিটি রোর বোরা দ্বীপের।


.....


সোনালী বিকেল - ৬ই আগস্ট / ৩৭শে জুলাই
-----------------

অনেক নির্ঘুম দিন ও রাত,
পুলিশ, রক্ত,
দেহাবশেষ,
গায়েবি জানাজা,
লাল পতাকা জড়ানো আরো লাশ,
লাশবাহী গাড়ি ,
পোড়া রাস্তা, তোড়ন,
পেড়িয়ে-
পুড়ে পুড়ে খাঁটি হওয়া নবীন সমাজ পেয়েছি।

আজ এই ৩৭ শে জুলাইয়ের বিকেলে বসে ভাবছি-
একটু পরে সন্ধ্যা পেরিয়ে রাতের আধাঁর নামবে।
আস্তে আস্তে অশুভ আত্বারা আবারো বেড়োবে-
হয়েনাদের হাত থেকে মানুষকে আবারো বাচাঁতে হবে,

যুবারা জেগে থাকে এই সবুজ বাংলায় ।
আসাদ জেগেছিল,
ক্ষুদিরাম জেগেছিল,
সফি জেগেছিল,
নতুন প্রজন্মও জেগে আছে,
আমাদের জন্য।

আজ এই সুন্দর সোনালী বিকেলে এতটুকু আশা করতেই পারি।

ছবি: ৬ই আগস্ট ২০২৪, বিকেলে, পুরোনো ঢাকা।







মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩১

শায়মা বলেছেন: বাহ আশাময় কবিতা!!! :)

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৮

কালো যাদুকর বলেছেন: আশা করতেই চাই।আশা নিয়েই মানুষ বেঁচে থাকে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৮

জনারণ্যে একজন বলেছেন: সবই বুঝলাম, মাগার 'তারা' কবে থেকে 'তাঁরা' তে উন্নীত হলো বুঝলাম না।

'তারা' হওয়ার সুতীব্র বাসনায় খুব সম্ভবতঃ সম্মানার্থে এক্সট্রা চন্দ্রবিন্দু যোগ করে দিয়েছেন। যাই হোক, ব্যাপার না।

মাগার 'ক্ষুদিরাম' কবে থেকে 'ক্ষুধীরাম'এ পরিবর্তিত হলো? হয়তোবা এই কবিতা লেখার সময় 'ক্ষুধার্ত' ছিলেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৪

কালো যাদুকর বলেছেন: ভুলগুলি আমার,
ঠিক করার প্রয়োজন ও আমার।
আপনার সহায়তার জন্য অনেক ধন্যবাদ।

বানান ভুল কিভাবে হয়েছে এটা বোঝানোন বেশ কঠিন। কিবোর্ডের দোষ,লেখক হিসেবে এই যুক্তি দিয়ে আমি আমার সীমাবদ্ধতা এড়াতে পারি না।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৩

জনারণ্যে একজন বলেছেন: বাই দ্যা ওয়ে, শব্দটা 'সাংঘার্ষিক' নয় - 'সাংঘর্ষিক'।

ভুল বানান দিয়ে একটা কবিতা লেখা শুরু করলেন আপনি কবি, আমরা আপামর অশিক্ষিত জনতা তবে কি করবো!

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৪০

কালো যাদুকর বলেছেন: আবারও ধন্যবাদ। আমার প্রতিউত্তর এ সম্ভবত শব্দের গোলমাল হয়নি। গুগল জি বোর্ড কে ধন্যবাদ।একথা মানা যাচ্ছে না যে পাঠক হিসেবে আপনি "অশিক্ষিত" । এটি আপনার বদণ্যতা॥

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সামিয়া বলেছেন: লেখার গভীরতা এবং ভাবনার বিস্তার সত্যিই মর্মস্পর্শী। মানবজীবনের পরিবর্তন, সংগ্রাম, স্বপ্নভঙ্গ এবং পুনরুজ্জীবনের এই চিত্র যেন জীবনের আসল রূপ তুলে ধরেছেন। ছোটবেলায় আকাশের উজ্জ্বল তারকা হতে চেয়েছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্নগুলোর রূপ বদলেছে—ব্যক্তিগত ও সামাজিক অভিজ্ঞতা পাল্টে দিয়েছে, বাস্তবতার মুখোমুখি করেছে।

শেষ অংশে বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরেছেন, যেখানে যুবারা জেগে আছে, অতীতের সংগ্রামী নেতাদের মতো। এই সংগ্রামী চেতনা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছে। সেই সোনালী বিকেলের মধ্যেও আপনি আশা করতে পারেন, কারণ যুগে যুগে আশার প্রদীপ জ্বলেছে, আর তা হয়তো কখনো নেভে না।

এই লেখায় অতীতের স্মৃতি, বর্তমানের সংগ্রাম, এবং ভবিষ্যতের আশা খুব সুন্দরভাবে মিশে গেছে। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, যতই অন্ধকার ঘিরে থাকুক না কেন, আলো আসবেই—যুব শক্তি সেই আলোর বাহক হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:০৬

কালো যাদুকর বলেছেন: অনেক সুন্দর বিশ্লেষন। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.