নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুঁজে পাবো তোমায়
পুরোনো সব রাস্তায়
এ মন বাধাঁ - যেখানে, যেথায়।
সারাদিন ধরে ঘুরে-
ঐ খেলাঘরে,
ঐ মেলায়,
ঐ পলাশ শিমুল বনে,
ঐ নির্জন গলির কোণে,
ঐ ছোট্ট ড্রইং রুমে,
ঐ জীবন্ত ছবির ফ্রেমে,
আমি খুঁজে পাবো তোমায়।
যা সব কিছু বসন্তের সবুজ
যা সব কিছু সুন্দর ও অবুঝ
আমি তোমাকে ভেবে নেবো অবলিলায়।
নীশি রাতে চাঁদের জোছনায়
রুপালি প্রহরে আমি তাকাবো
আমি খুজে পাবো-
কেবল তোমায়।
আমি ভুলে যাব তোমার সুন্দর মুখ
রোগে ও শোকে,
অনেক ভুগে।
তবু আমি হাঁটব- পথে পথে,
তোমার স্মৃতি খুঁজে পাবে আমায়
পুরোনো রাস্তায়,
ছেড়া ছবির পাতায়।
--------------------
জুন ১০, ২০২৪
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩২
কালো যাদুকর বলেছেন: জানি। সবাই ব্লগ ছেড়ে দিচ্ছে মনে হয়। আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা।
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩২
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই।
৩| ১০ ই জুন, ২০২৪ দুপুর ২:৫৯
এম ডি মুসা বলেছেন: খুব ভালো লাগছে
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩৩
কালো যাদুকর বলেছেন: মুসা পড়ার ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
৪| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৫:০০
মিরোরডডল বলেছেন:
প্রিয় যাদুকর, আজ অনেক অস্থির মনে হচ্ছে।
কিছু কারেকশন করি প্লীজ।
ঐ পালাশ শিমুল বনে,
পলাশ হবে
ঐ নির্জন গলির কোনে,
কোণে
আমি খুঁজে পাব তোমায়
পাবো
আমি তোমাকে ভেবে নেব অবলিলায়।
নেবো
এরকম আরও কিছু আছে।
সঠিক শব্দ হবে তাকাবো, যাবো, হাটবো।
অবশ্য আজকাল বানানে ফ্লেক্সিবিলিটি চলে এসেছে।
অনেক শব্দ একাধিকভাবেই সঠিক হয়।
সেইভাবে ভাবলে আমার মন্তব্যটা ইগ্নর করবে প্লীজ
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩৭
কালো যাদুকর বলেছেন: কিছু শব্দ ইচ্ছে করে ভিন্ন বাচনে লিখেছিলাম, কিছু সত্যিই ভুল ছিল।
এখন আবার সবই পরিবর্তন করে দিলাম।
ইট ওয়াজ এ লং ডে ফর মি।
ধন্যবাদ।
৫| ১০ ই জুন, ২০২৪ বিকাল ৫:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভালো হইছে।
১০ ই জুন, ২০২৪ রাত ৮:৩৮
কালো যাদুকর বলেছেন: মহাজাগতিক ভাই পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৬| ১১ ই জুন, ২০২৪ রাত ১২:৪৬
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ সেটাই ...
প্রাণের মানুষ আছে প্রাণে
তাই হেরি তায় সকল খানে॥
১১ ই জুন, ২০২৪ সকাল ৮:১৬
কালো যাদুকর বলেছেন: এত বড় উপমা দিলেন? অনেকধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০২৪ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর প্রেমময় কবিতাখানা
কিন্তু সামুতে মন্তব্যের সংখ্যা কমে গেছে। কত পোস্ট মন্তব্য ছাড়া চলে যাচ্ছে