নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ক্যামেলিয়া ও অন্যান্য

০৫ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৬


ছবির সূত্র: উপরের এই ছবিটি একটি বিশেষ জায়গার ছবি। এখানে কবিতাতেই সেটি বলেছি। এই ক্যামেলিয়ার বাগানটি , টেইলর বলে একটি ছোট শহরে, যেটি নর্থ টেক্সাসে। আমার অনেক স্মৃতি এখানে রয়ে গেছে।
--- ক্যামেলিয়া'র বাগান ----

কয়েক বছর পরে এসে দেখি
বনে মধু ও ফুল সবই আছে,
এখানে দুপুরের নির্জনতায়,
পাহাড়ি ঝরণার ধ্বনিও শোনা যায়।

ক্যামেলিয়া, নরম হাত দুটো তোমার
এখনও অনুভবে রয়েছে।

পরিবর্তন দেখি না কোথাও।

তবুও পেছেনে ফিরে দেখলে
সব কেমন অচেনা মনে হয়।

পরিবর্তন আসে,
নিয়ম করে,
অবচেতনে।



ছবির সূত্র: উপরের এই ছবিটি একটি ট্রেন রাইডের ছবি। ট্রেনটি একটি হনটেড হাউসের মাঝ দিয়ে যাচ্ছিল, বেশ মজা লেগেছিল। ছোটরা বেশ ভয় পেয়েছিল।

--- ছুট---------

দিবা রোদে
নিয়মের ছিদ্র দিয়ে বেড়িয়ে
টানা দৌড়ে যাওয়া।

নতুনের চমকে
দুরের পাহাড়ের আমন্ত্রনে
মনের রেলে বাওয়া।

এ যেন স্বপ্নের হাত ধরে
জীবনকে ফিরে পাওয়া।



ছবির সূত্র: এটি একটি লেক, মাছ ধরার জন্য বেশ পরিচিত। এখানে প্রায়ই আসি ক্যাম্প করার জন্য।

----- অনিশ্চিত ----------

ঐ দুরে - জল ও মাটির
কি অবলিলায় মেশামেশি ও সহবাস।
দেখতেও তাই-
অজানা শরম ভর করে
তোমার চোখে।

তোমার কালো গভীর আখিঁতে - সেই শরম ছিল
যা ছিল পরিস্কার
এই ঝকঝকে আকাশের মত।
তবে ঐ আকাশের ছায়ায় লুকিয়ে ছিল
স্পস্ট ভালবাসা।

প্রকৃতি বড় খোলামেলা
মানুষের মন নয়।

আমাদের সে লুকোনো আশা গুলো
ভেসে গেছে সব- ঐ
রাশি রাশি অনিশ্চয়তার জলে।

-------------------------------
-------------------------------

এবার একটু বেশি ব্যস্ত ছিলাম। ব্লগের সবাই নিঃশ্চয়ই ভাল আছেন।

জুন ৫, ২০২৪


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০২৪ দুপুর ১:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার কবিতার হাত খুবই ভালো। অনেক সাবলীল লেখনি।

এই ফাঁকে নিজেকে একটু ধন্যবাদ দিয়ে নিই। আপনি হয়ত ছবিগুলো দেখেই কবিতা লিখেছেন, হতে পারে কবিতা লিখেই তার সাথে মিল রেখে ছবি যোগ করেছেন, কিন্তু আমার স্বভাবমতো আমার দৃষ্টি লেখার দিকেই গেছে। পড়তে পড়তে মাঝখানে এসে মনে হলো, পোস্টে তো দেখি ছবিও আছে :) কিন্তু ছবিগুলো আমি পরখ করি নি। মূলত, পোস্টে কোনো ছবি দেয়া একেবারেই আমার অপছন্দ, কারণ, পাঠকের সাধারণ দৃষ্টি চলে যায় ছবির দিকে, লেখাটা যত ভালোই হোক, কদাচিৎ তার কথা কেউ আপনাকে বলবে। তবে, ইদানীং আমিও কিছু ছবি যোগ করা শুরু করছি জাস্ট পার্ট অব এক্সপেরিমেন্ট হিসাবে :)

বানানের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। এত ভালো লেখেন, কিন্তু বানানে ভুল থাকবে, তা কোনো ভালো কথা নয়।


শুভেচ্ছা আপনার জন্য।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৩৮

কালো যাদুকর বলেছেন: প্রিয় ধুলো ভাই:
আপনার দিলের মতই বড় এবং সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
বানান আসলে আমার অত ভুল হয় না। এই ম্যাক কি বোর্ডের জন্যই টাইপো বেশী হয়।

অনেক আগে আমি বেশ কিছু কবিতা লিখে ছবি যোগ করিনি। তখন অনেকেই বলতে শুরু করল, ছবি যোগ করার জন্য। আপনার সাথে একমত, ছবি যোগ করলে, পাঠকের মনযোগ ছবিতে চলে যায়।

আসলে কবিতা হল জীবনের অংশ। আমি সাধারনত প্রতিদিনের বিশেষ কোন ঘটনাই কবিতাতে আনার চেস্টা করি।

আপনাকেও অনেক শুভেচ্ছা।

২| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো লাগলো

আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ

০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৩

কালো যাদুকর বলেছেন: আলহামদুলিল্লাহ। খুবই গরম যাচ্ছে, এর মধ্যে ভাল থাকাই বিশাল ব্যাপার। পড়ার ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

৩| ০৫ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:০৫

প্রামানিক বলেছেন: সুন্দর

০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ প্রমানিক ভাই।

৪| ০৫ ই জুন, ২০২৪ রাত ৯:৪৬

জনারণ্যে একজন বলেছেন: @ জাদুকর, কবিতা ভালো লেগেছে।

আরো ভালো লেগেছে এর সাথে প্রাসঙ্গিক ছবিগুলি দেয়াতে। অনেকেই ক্লিকবেইট হিসেবে পোস্টে সুন্দরী রমণী এমনকি অনেকক্ষেত্রে ওনাদের এনিমেটেড ছবি ইউজ করেন। সেই বিবেচনায় আপনি সাধুবাদ পেতেই পারেন।

তৃতীয় ছবি দেখে ফ্লোরিডা'র কথা মনে পড়ে গেলো। জানিনা কোথায় তোলা এই ছবিটা, কিন্তু বেশ মিল আছে ওখানের ল্যান্ডস্কেপের সাথে।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৮

কালো যাদুকর বলেছেন: আসলে এই ব্যাপারেই বলছিলাম। ছবিগুলো প্রকৃতির , এইজন্য আমারও ভাল লাগে।
আমি ব্যক্তিগতভাবে প্রভোকিটিব যেকোন ছবি বা ব্লগ এড়িয়ে চলি। আমি মানুষের ছবিও ব্লগে প্রকাশ করতে পছন্দ করি না একেবারেই।

জলাধারের ছবিটি ফ্লোরিডার নয়, টেক্সাসের।

আপনাকে অনেক ধন্যবাদ পড়ার ও মন্তব্যের জন্য।

৫| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর, চোখ জুড়ানো।
কবিতাগুলোও সুন্দর হয়েছে। ছবিটার জলধারার মতই সাবলীল বয়ে যায়।
ছবিগুলোর সূত্র উল্লেখ করলে ভালো হতো।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ স্যার। এই মাত্র সূত্র যোগ করেছি। ভাল থাকুন।

৬| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:১৭

খায়রুল আহসান বলেছেন: দেখুন, চমৎকার এ ছবিগুলোর সাথে সূত্র উল্লেখ করে দেয়াতে এগুলোর আবেদন কিন্তু অনেক বেড়ে গেছে; অন্ততঃ আমার কাছে তাই মনে হচ্ছে। প্রতিটি ছবির সাথে টুকরো টুকরো কিছু ইতিহাস জড়িয়ে আছে, আর সেই ইতিহাস বেয়ে উঠে এসেছে অনুপম কিছু কবিতা।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:২৩

কালো যাদুকর বলেছেন: ঠিক বলেছেন। এরকম একটি ব্যাখ্যা আর্কিটেকচার ১০১ ক্লাসে শুনেছিলাম। একটি বস্তু টেবিলে রেখে দিলে এক রকম লাগে। আবার এটির উপর সকালের উজ্জল আলো পরলে একরকম লাগবে। আবার বিকেলের নরম অপোতে আরেক রকম লাগবে। ইত্যাদি ইত্যাদি।

ব্যাপারটি ধরিয়ে দেয়ার জন্য ওনেক ধন্যবাদ।

৭| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৩১

মনিরা সুলতানা বলেছেন: অসাধারণ !
কী সুন্দর সব দৃশ্য আর সাথে কাব্যে দৃশ্যকল্পে!
অনেক অনেক ভালোলাগা।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৩৪

কালো যাদুকর বলেছেন: মনিরা সুলতানা আপা
আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম। অনেক অনেক ধন্যবাদ।

৮| ০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আবার এলাম। আপনাকে অজস্র ধন্যবাদ ও শুভেচ্ছা। পোস্টে ছবি যোগ করা সংক্রান্ত আপনার মতামত আমার খুবই ভালো লেগেছে। সাহিত্যের পোস্টে আমি কোনোকালেই কোনো ছবি যোগ করতে আগ্রহী নই। আমার পোস্টের সংখ্যা ১৩৪২। সাম্প্রতিক কিছু গান ও কবিতার পোস্ট ছাড়া আগে খুব কম পোস্টেই আমি ছবি যোগ করেছি এবং এ ধরনের পোস্টের সংখ্যা সব মিলিয়ে ২০টাও হবে কিনা সন্দেহ। কেন ছবি যোগ করি না? ছবি যোগ করলে সবার অ্যাটেনশন চলে যায় ছবির দিকে। আপনার লেখা যত উচ্চমার্গীয়ই হোক না কেন, অল্প দু-একজন সাহিত্যবোদ্ধা ছাড়া কেউ আপনার লেখার বিষয়ে কিছু বলবেন না। অথচ আপনার মূল সম্পদ কিন্তু আপনার লেখা, ছবি নয়। ব্লগে এ বিষয়টা এত দৃষ্টিকটুভাবে ঘটে যে, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আমার সাম্প্রতিক কোনো এক কবিতায় ছবি যোগ করলাম (উপরে বলেছি যে, পরীক্ষামূলকভাবে ইদানীং আমি ছবি যোগ করছি)। আমি আশ্চর্য হলাম, জলদস্যু ভাই ছাড়া আর কেউ বুঝতেই পারলেন না যে, এটা একটা কবিতা ছিল। বেশিরভাগ পাঠক অবশ্য ছবিরই তারিফ করলেন, অথচ ছবি আমার কোনো ক্রিয়েটিভির সিগনেচার নয়।

তবে, ছবি-ব্লগ হলে, কিংবা ঐতিহাসিক ঘটনা বা স্থানের বর্ণনায়, ভ্রমন-কাহিনিতে আবশ্যিকভাবে ছবি থাকতে পারে। সেটা বর্ণনাকে সমৃদ্ধ করে।

আমার কমেন্টের অর্থ কেউ কেউ বোঝেন নি বলে মনে হলো। তাই এ নোটটা দিলাম।

ভালো থাকবেন।

০৬ ই জুন, ২০২৪ সকাল ১১:৫২

কালো যাদুকর বলেছেন: অতএব, এখন থেকে আর ছবি দিব না।
দেখি ছবি ব্যাতীত কবিতা চলে কিনা। দিন শেষে কবিতার দু চার লাইনই মনে রয়ে যায়। বাকি সব বাকওয়াস, নয়েজ।
আবার আসার জন্য ধন্যবাদ।

৯| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:০৭

জনারণ্যে একজন বলেছেন: @জাদুকর, বেটার হলো 'লিসেন টু ইওর ওন মাইন্ড'।

আপনার কবিতা আপনি লিখবেন, তার সাথে প্রাসঙ্গিক ছবি দেবেন কি দেবেন না - এর জন্য অন্যের অযাচিত উপদেশ শোনার দরকার নেই। পাঠক হিসেবে আমরা অনেক কিছুই বলতে পারি। আপনি শুনবেন এবং দিনশেষে সিদ্ধান্ত নেবেন 'আপনি' - কি করবেন আর কি করবেন না। আমাদের মতামত যেন আপনার ক্রিয়েটিভিটি কে বাধাগ্রস্ত না করে।

০৭ ই জুন, ২০২৪ সকাল ৯:২২

কালো যাদুকর বলেছেন: আরে ভাই চটেছেন নাকি। আমার সবার কথা শুনতে ও মতামত নিতে ভালই লাগে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.