নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ছেড়া জিন্স পর
তোমার হৃদয় ঐ জিন্সের মতই অন্ধকার ও নীল
তুমি কথা বল সবই মিথ্যে
ছুরির মতো ধারালো করে।
তোমার মুখ থেকে সিগারেটের গন্ধ পাই
এবং কখনও কখনও সস্তা সুগন্ধিও ভেসে আসে
তবে সবই গন্ধ ঢাকার বিকৃততা।
তুমি ছায়ায় লুকিয়ে থাকো
এবং নবীন ও তরুনদের শিকার করো
তাদেরকে মিথ্যা বলো দিন রাত,
তাদেরকে খুন করো- প্রকাশ্যে
ও রাতের আধাঁরে।
তুমি তাদের তোমার মিথ্যা কথা বলে
তাদের সাথে প্রতারণা করো
তারপর কাপুরুষের মতো
তোমার স্বার্থ হসিল করে,
তুমি পালাও।
তুমি আবার ফিরে আস নতুন পোযাকে,
কেউ তোমাকে চিনতেই পারে না
তুমি যুবকদের পুনরায় মিথ্যে অধিকারের কথা দাও,
তুমি আসলে একটি আসন চাও
তুমি আসলে তোমার পশুর মত লালসা লুকোনোর জন্য
একটি প্লাটফর্ম চাও।
তোমাকে নতজানু হয়ে
পদচুম্বন করে- সমাজপতিরা
তুমি ছেড়া জিন্স পর
তোমার হৃদয়ে মিথ্যার বসতি
তুমিই হত্যা করেছ স্বাধিনতাকে, সৃজনশীলতাকে
তুমি বার বার ফেল করেও হয়েছ পুজনীয়,
তোমাকে আমরা সবাই ভয় পাই, সমীহ করি
প্রতিদিন সকালে তোমাকেই দেখতে পাই-
আয়নাতে।
তুমি বারে বারে ফিরে আস
মানুষের মাঝে,
সত্যের আড়ালে,
মিথ্যা হয়ে।
----------
এ কবিতাটি একটি নেগেটিভ কবিতা। মাঝে মাঝে নেগেটিভিটিই দরকার হয়তো।
ভাল থাকুক আমাদের যুবক/তরুন/ছাত্র সমাজ।
০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০০
কালো যাদুকর বলেছেন: সেটাই বলতে চেয়েছি।দেখেন শিক্ষা প্রতষ্ঠানগুলোতে কি হচ্ছে। ভুরি ভুরিখারাপ উদাহরণ আছে। আসলে কারা এগুলি করছে , আমাদের পরিচিত মানুষরাই করছে ।ধনবাদ।।
২| ০৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: হ
০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০১
কালো যাদুকর বলেছেন: একমত হলেন?
৩| ০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:০২
শায়মা বলেছেন: বাপরে! মানুষ কবিতা লিখে নায়িকা নিয়ে আর এই কবিতা দেখছি খলনায়িকা নিয়ে লেখা।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২১
কালো যাদুকর বলেছেন: পুরো কবিতাটি আবার প্ররুন। এই "তুমি" কে একজন দুর্নীতি বাজ রাজনৈতিক নেতা হিসেবে ধরে নিয়ে পরুন। তাহলে হয়ত কবিতাটির অর্থপাওয়া যাবে। টিপস:"বর্তমানে একটি ক্যাম্পাসে ঝামেলা চলছে।"
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪| ০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
খায়রুল আহসান বলেছেন: ছেঁড়া জীন্স, নীল অন্ধকার--- সিমিলি টা বেশ হয়েছে।
দ্বিতীয় স্তবকের শেষ শব্দটাঃ বিকৃততা নয়, বোধকরি উপযুক্ত শব্দ হতো বিকৃতি।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৬
কালো যাদুকর বলেছেন: সরি:আপনার মন্তব্যটি ভাববার মত। একট ইংলিশ কবিতা পড়ছিলাম কাল,সেখান থেকেই সিমিলিরা টি পেয়েছি। বানানটিঠিক করবো।
ধন্যবাদ।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:৩৪
কালো যাদুকর বলেছেন: আগের উত্তরের প্রথমে "স্যার"বলতে যেয়ে "সরি" হয়ে গেছে।দুঃখিত।এখানে মন্তব্য এডিট করার সুযোগ নেই।
৫| ০৫ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
মায়াস্পর্শ বলেছেন: সুন্দর ।
০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:২৬
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:১১
মিরোরডডল বলেছেন:
এ কবিতাটি একটি নেগেটিভ কবিতা।
নাহ, কবিতা নেগেটিভ না, এটা বর্তমানের নেগেটিভিটিকে তুলে ধরেছে।
কবিতার 'তুমি' itself a negative influence that currently dominates our life in every aspect.
ভাল থাকুক আমাদের যুবক/তরুন/ছাত্র সমাজ।
এদের জন্য খুব মায়া লাগে, they're misguided and derailed.
তরুণ সমাজের অবক্ষয়ের এই দায় পরিবার, শিক্ষক, সরকার আমাদের সবার।
মূলত সন্ত্রাসের রাজনীতি দায়ী।
০৬ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৪১
কালো যাদুকর বলেছেন: আপনি যথার্থই বলেছেন।
আমার প্রিয় কম্পাসকে যখন এই "তুমি" দের দ্বারা নষ্ট হতে দেখি তখন মনে হয় এরা ভন্ড । আমাদের তরুণদের বুঝতে হবে নিজেদে স্বার্থে।এখানে অনেক ব্লগার পাবেন যারা রাজনৈতিক কারনে সেশন জটে পরে বছর হারিয়েছে। এটি ব্যাক্তির ক্ষতি, সম্পদের অপব্যায়, রাষ্ট্রের ক্ষতি।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪২
শূন্য সারমর্ম বলেছেন:
আমাদের যুবসমাজ ভালো নেই তো।