নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

তুমি কি আসবে

২২ শে মার্চ, ২০২৪ দুপুর ১:১৫



তুমি আকাশের মত অত দুরে, তোমার ছায়াতে ভেসে যায় বেলা,
সন্ধ্যাবেলার আঁধো ছায়াতে, আজো দেখছি দুর থেকে জীর্ণ আমি একলা।
তুমি কোথায় হাড়ালে, সেই সমুদ্র বালুকা বেলার লক্ষ বালুর ভাজে,
আমার ঝলসানো চৌচিড় পায়ের রেখারা সে খবর কি জানে?

প্রতিদিন তাই রাত্রি আসে, তার সাথে স্বপ্নরা হাতছানি দেয়
এই বুঝি- তুমি আস চুপি চুপি হাওয়ায় মিশে, রাত্রির গভীরে,
হেলান দাও আমার ঘুমন্ত পিঠে, আমার হিমশীতল হৃদয় পূর্ন হয় - খুনে ।
দিন দিন তাই রাত্রিরা বড় হয়, এ কোচকানো চোখ অপেক্ষায় থাকে শেষ প্রহরের।

তুমি আকাশের মত অত দুরে, তোমার লালিমায় লুটিয়ে পড়ে বেলা,
মনে হয়- যদি আকাশ থেকে পরীর মত নেমে আসতে, এবেলা।
গ্রহরা ঘুরে ঘুরে ঠিকই ফিরে আসে, পাখিরা নীড়ে আসে,
বৃষ্টিরা লুটিয়ে পড়ে পৃথুলায়, মানুষ মরে গেলে তারা হয়ে ফিরে আকাশে।

পাঁই সংখ্যার মত শেষটা আর মেলে না এ জীবনে,
তুমি দুর থেকে দুরে চলে যাও- পাঁইয়ের সংখ্যা রাশীর মত,
চারদেয়াল মাঝে আমার জীবন আরেকটু একলা হয়,
আরেকটু জীর্ণ হয়।

তবু মনে হয়,
একদিন পরী হয়ে নেমে এসো ঐ খুনে আকাশ ভেদ করে,
শাদা গোলাপ নিয়ে চক্রাকারে আমার অন্তেষ্টিক্রিয়ায়,
এ চতুর্ভুজ জীবন পূর্ণ হবে তোমার রংঙ্গিন আলোবর্তিকায়।

মার্চ ২২, ২০২৪
------------------

একদিন হারিয়ে যাব ঐ আকাশে তোমার মত, তখন তুমি আমাকে পাবে না এখানে, এ ব্রহ্মাণ্ডে। প্রিয়া, তখন এ কবিতাখানা পড়ো।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৯

নামস্কাল বলেছেন: অনেক সুন্দর!!

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:১৮

কালো যাদুকর বলেছেন: পড়ার ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

২| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১০

মিরোরডডল বলেছেন:




প্রতিদিন তাই রাত্রি আসে, তার সাথে স্বপ্নরা হাতছানি দেয়
এই বুঝি- তুমি আস চুপি চুপি হাওয়ায় মিশে, রাত্রির গভীরে,


যাদুকরের প্রিয়াকে লেখা কবিতা খুব ভালো লেগেছে।


২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:২১

কালো যাদুকর বলেছেন: হা হা। এই অংশটি ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

৩| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১২

মিরোরডডল বলেছেন:




বৃস্টিরা লুটিয়ে পড়ে

বৃষ্টি বানান টা ঠিক করে নিবে প্লীজ।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৩

কালো যাদুকর বলেছেন: বানানটি ঠিক করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। এডিট করে দিয়েছি।

৪| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৩

কালো যাদুকর বলেছেন: সেলিম ভাই কেমন আছেন? অনেক ধন্যবাদ।

৫| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২২

মিরোরডডল বলেছেন:




এই কবিতার পর এমন একটি গান শুনতে হয়।

নিঝুম রাতের তারারা কি এখনো
তোমাকে খোঁজে,
অশ্রুকণা গুলো কি এখনো
বৃষ্টি হয়ে নামে।

চেয়ে দেখো সে জোছনা তাকিয়ে আছে
তোমার পানে।

তুমি তো এখনো ঘুমিয়ে আছো
আমারি মাঝে,
আয়নায় মোর প্রতিচ্ছবি
সে তো আমি নই-
তুমি।





২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৫

কালো যাদুকর বলেছেন: এই গানটি আগে শুনিনি, চমৎকার কথামালা ও সুর। ভাল করে আজ আবার শুনব। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২০

কালো যাদুকর বলেছেন: আপনার লিংটি আর নেই।ধন্যবাদ

৬| ২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা কবিতা পাঠ করলাম।

২৩ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৬

কালো যাদুকর বলেছেন: আপনার কবিতাটি ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

৭| ২৪ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০৫

মিরোরডডল বলেছেন:




মানে কি, গানের লিংক ওপেন হচ্ছে না?

আবার দিচ্ছি তাহলে





২৫ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৪

কালো যাদুকর বলেছেন: এবার কাজ হয়েছে। আবারো ধন্যবাদ

৮| ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:৩৩

খায়রুল আহসান বলেছেন: চমৎকার, মায়াবী কবিতা। তৃতীয় স্তবকটি বেশি ভালো লেগেছে। + +

২৮ শে এপ্রিল, ২০২৪ সকাল ৮:৫৬

কালো যাদুকর বলেছেন: স্যার আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম। ভাল আছেন? একটু ব্যাস্ত ছিলাম , এজন্য দেরি হল উত্তর দিতে। ভাল থাকবেন।

৯| ২৯ শে মে, ২০২৪ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: "ভাল আছেন?" - জ্বী, আমি ভালো আছি। জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২৪ সকাল ১১:৩৭

কালো যাদুকর বলেছেন: এই গরমে কিভাবে ভাল আছে বাংলাদেশের মানুষ এটাই একটি আশ্চর্য ব্যাপার। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.