নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

ফাগুন

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০২




আজ ফাগুনের ১ তারিখ,
গুটি গুটি পায়ে হেঁটে মায়ের খোপা ধরে টান,
বেলি ফুলের মালা ছিড়ে ধুলোয় সটান,
মাতৃস্নেহে খোকনের খুনসুটি,
শৈশবের রঙ্গীন ভালোবাসা এক বাটি।
খোকা যেন পরিবারের বন্ধন
এক সুতোতে বাঁধা বিশ্বাসের অবলম্বন।

আজ ফাগুনের ১ তারিখ,
বছর শেষ স্কুল বন্ধ,
খোকনের বেজায় আনন্দ,
দল বেধেঁ ছুটোছুটি,
বনে বাঁদারে হুটোপুটি।

আজ ফাগুনের ১ তারিখ
গ্রামের উচ্চবিদ্যালয়ও সাজে-
ঋতু-বদলের পালার মতন,
ত্রিভূজ রঙ্গীন কাগজের মালার মতন।
হলুদ গেন্ধায় সাজানো অপূর্ব কিশোরীর দল
তাই দেখে থেমে যায় বখাটে তরুনের দল,
একসাথে বেড়ে উঠা খোকা-খুকুর কোলাহল
বসন্ত দিয়েছে ওদের নতুন ভাললাগার কল্লোল।

আজ ফাগুনের ১ তারিখ
অনেক কথা হল, অনেক গান হল,
অনেক ফুল ও পাখির কথা হল,
ছাব্বিসটি বসন্ত গেল-
যে কথা জমে ছিল হ্রদয়ের চোরা বাকে,
সে কথা বলা হল এই মায়া ফাগুনের বুকে,
শেষ হয় খোকা খুকুর অভিসার
সানাইয়ের শব্দে মুছে যায় অন্ধকার।

আবারও এলো ফাগুনের ১ তারিখ
প্রকৃতি ও নারী গেয়েছে চির সবুজের গান ,
মিলনের আনন্দে মুখরিত সবার প্রান।

-----------
সবাইকে বসন্তের শুভেচ্ছা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম, ফাগুনের আগুন ঝরা শুভেচ্ছা। দারুন লেখনী।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি। ফাগুনের সুভেচ্ছা।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

শায়মা বলেছেন: দারুন! ফাল্গুনের সকল কাব্য আর গানই মধুর লাগে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ আপা। ফাুুগুন আপনার পছন্দ সেটা আপনার আগের পোস্টে বুঝেছি।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৪

কালো যাদুকর বলেছেন: রাজীব ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৩

এম ডি মুসা বলেছেন: কবিতার জয় হোক। সুন্দর কবিতা

০৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪২

কালো যাদুকর বলেছেন: কবিতা না থাকলে কি নিয়ে থাকতাম?বেশ মুশকিল হত। কবিতার জয় আমিও চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.