নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

# বয়কট হ্যাস ট্যাগ #

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৩

এলোমেলো দিন আজকাল,
জিনিস পত্রের বাজারে চোরা জাল,
ইন্ডিয়ান পন্যে আম জনতা পেয়েছে ভেজাল,
বাজারে ও বেনাপোল নেমেছে বয়কটের চ্বাল,
দিনের ব্যবসা থেকে রাতের চোরাকারবারে,
এলোমোলে সব ব্যবসার হিসাব - একেবারে।

প্রতিদিনের মতই মধ্যপ্রাচ্যে হল হামলা ও বর্বরতা
অসহায় মানুষের মৃত্যুতে তছনছ মানবতা,
তাদের কথা কালই ভুলে যাবে সবাই
চ্যানেলে রাজনৈতিক বিশ্লেষক থেকে আপন ভাই, সবাই।

ওরা সবাই নির্বাচনের সংখ্যা,
এক একটি বডি, এক একটি ভোট
মিসিগানের ভোট, মিনেসোটার ভোট,
বাইডেনের সম্রাজ্যে আতংক ও সংশয়,
এই না হয় পতন ও পরাজয়।

দিবালোকে ফিরে এসেছে ফিলিস্তিনের মৃত বাচ্চা কাচ্চা
চিৎকার দিয়ে বলে - আর কত খুন চাস - শুয়োরের বাচ্চা।

এই গোলমাল দিয়ে জনগনের ঘুম কেরেছে- কোন হতচ্ছারা?
বয়কটের ট্যাগ ছেড়েছে কোন বদমাশ ও হারামজাদার বাচ্চারা?

বড্ড এলোমেলো দিন আজকাল ,
লাভের খাতায় হিসেব মেলেনা আর,
স্টার বাকস থেকে ম্যাক ডোনাল্স - সবার,
সবাই গোনে লোকশান,
সবই হ্যাস ট্যাগের কানেকশন।

দেশের মানুষ বুঝেছে বয়কট শেষ মেষ,
একছত্র শোষকের পুচ্ছে লেগেছে আগুনের রেশ।

একটি স্ফুলিঙ্গ থেকেই সুত্রপাত দাবানলের,
একটি প্রতিবাদ থেকেই একটি আন্দোলনের,
রাস্তার ভাষা এখন হ্যাস ট্যগ,
প্রতিবাদের ভাষা এখন বয়কট।

জনতাই সকল শক্তির মূল,
এ পুরোনো কথা, বোঝে না, গাড়ল শাসক কূল।


-------
সবাইকে শুভরাত্রী



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ভাবনা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

রানার ব্লগ বলেছেন: একটা প্রশ্নের উত্তর চাই । গাজায় কেনো ছোট বাচ্চাদের যুদ্ধের ময়দানে ঠেলে ফেলা হচ্ছে? কেনো তাদের সুরক্ষিত জায়গায় রাখা হচ্ছে না ? যেখানে জিম্মিদের গায়ে একটা ফুলের টোকাও পরছে না , হেসে খেলে তারা দাঁত বের করে ইসরাইল ফেরত গিয়ে বলছে তারা জিম্মি অবস্থায় সর্বচ্চ সুরক্ষায় ছিলেন সেখানে মুড়ি মুড়কীর মতো শিশু হত্যা হচ্ছে , উদ্দেশ্য টা কি ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০১

কালো যাদুকর বলেছেন: আপনার প্রশ্নটি সঠিক। এটির উত্তর আমার ও জানতে ইচ্ছে করে। যেটা বুঝা যায় সেটা হল ঘটনার আড়ালে ঘটনা ঘটছে। মিডিয়া সেটি বলছে না। আমরা এটাও জানি মিডিয়া কাদের পক্ষে কাজ করছে। তার মানে ধরে নেয়া যায় যুদ্ধে অজানা ঘটনাগুলো তাদের সাজানো নাটক মাত্র।
যেহেতু মিডিয়া বা শক্তিশালি দেশ গুলো ফিলিস্তিনের পক্ষে কখনো কাজ করবে না, কখনো করেনি। সেই জন্যই সাধারণ মানুষ বয়কট করছে। এতে কিছু কাজ হচ্ছে মনে হয়।

শক্ত প্রশ্নের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই উদ্বেগের বিষয় দুঃখজনক যাতনাময়। এর শেষ কোথায় সেটাই হাজার জিজ্ঞাসা..

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৬

কালো যাদুকর বলেছেন: যুগে যুগে মানুষ শোষিত হয়েছে। এর কোন শেষ বলে কিছু নেই। যারা বিশ্বাসী তারা মনে করেন কেয়ামত পর্যন্ত অবিচার চলতেই থাকবে।
সাধারণ মানুষ হিসেবে আমাদের যা করার ক্ষমতা আছে, সেটা সবার করা উচিত।ধন্যবাদ।

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগলো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: # ট্যাগ আর ফেসবুক প্রতিবাদ দিয়ে হবে না।

রাজাকার জামাত শিবির এর ফাঁসির দাবী অনলাইন থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত গড়িয়ে ছিল।কারণ বীর জনতা এক হয়েছিল।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১৬

কালো যাদুকর বলেছেন: রাজপথের কথা বলিনি। সেটা সবাই জানে রাজপথ হল প্রধান হাতিয়ার। যারা রাজপথে যেতে পারছেন না, তাদের যো নক অপশন হল বয়কট। বয়কটে ভাল কাজ হয়। নিজের চোখে দেখেছি।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইন সত্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজিব। এইকথা গুলো গদ্য আকারে লিখলে লোকজন কমেন্ট করত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.