নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১।
রাত বেশ স্তব্ধ ও নিথর,
একটা বা দুটো- সময়ের হিসেবে শেষ প্রহর,
দেয়াল ঘড়ির কাটায় অজানা গহ্বর।
তুমি আসবে বলে, লিখা হল কত কবিতা,
রাতের পাখিরা জেগে শুনল কবির বক্তিতা,
আর শুনল তিনজন পরদেশী ,
ও একজন দীর্ঘকেশী।
ছবি: রকওয়েল সিটি, নিউ মেক্সিকো। কয়েকজন এলিয়েন অবাক হয়ে শিল্পীর দিয়ে তাকিয়ে আছে। বসার ঘরে এরা বেশ মজা করে আড্ডা দিচ্ছিল একজন নেটিভ মানুষের সাথে। এর মধ্যে কি ডিস্টার্ব করছে মানুষজন , মানুষ আর মানুষ হল না - ওরা হয়ত ভাবছে।
২।
এ কেবল বর্ণিল ফুল নয়,
ভিনগ্রহের মানুষও বোঝে,
প্রিয়া তুমই কেবল বুঝলে না।
তুমিই রইলে কেবল ভিন্নগ্রহে অপর হয়ে।
ছবি: রকওয়েল সিটি, নিউ মেক্সিকো। শিল্পীর চোখে একজন এলিয়েনের সৌন্দর্যানুভুতি।
৩।
আমি মাছ
আমি দই বা সন্দেশ,
কারো কাছে আমি চারুশিল্প,
কারো কাছে আমি শুধু মুজুর এবং আয়ের নিমিত্ত।
ছবি: অতিথীয়তা বাঙালির জাতীয় চরিত্র। মাঝে মাঝে এরকম অতিথীয়তার অত্যাচার ভালই লাগে।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৭
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
২| ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৭
এম ডি মুসা বলেছেন: কবিতার শব্দ গুলো হৃদয় মোচড় দিয়ে উঠলো
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
কালো যাদুকর বলেছেন: পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এগুলো হালকা টাইপ ছড়া বলা যায়।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: বেশ।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবি ! কবিতার শব্দ চয়ন এবং বাক্য বিন্যাস অসাধারণ। আর সাথে অসম্ভব সুন্দর ছবি। চমৎকার।
৩১ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪১
কালো যাদুকর বলেছেন: কবি অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:২৪
কল্পদ্রুম বলেছেন: ছবিগুলো লেখাতে ভিন্নতা যোগ করেছে। মূল লেখাগুলোও চমৎকার।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭
কালো যাদুকর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে ধন্যবাদ। ছবিগুলো একটি এলিয়েন জাদুঘর থেকে তুলেছি। এই শহরে বলা হয়ে থাকে ১৯৪৭ এ এলিয়েন এসেছিল। আমি অবশ্য এলিয়েনে বিশ্বাস করি না।
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৮
নয়ন বড়ুয়া বলেছেন: লেখা এবং ছবি দুটোই সুন্দর...