নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অবহেলার দেয়াল

১৮ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪



ভুলে যাওয়া তুমি, ভুলে যাওয়া আমি,
দুটি পরিচিত মন -
নিথর নিশ্চল তৃষিত হৃদয়দ্বয়।

প্রিয়া তুমি, এই যে আমি,
কেন নয় একত্র আবার-
পূর্ণ হোক অন্দর সঞ্চিত ভালবাসায়।

ভেবে ক্লান্ত মন,
ফিরে আসে শূন্যহাতে,
উচ্চ ভিরু দ্বিধার প্রাচীর তোমার।

তোমার গভীর নয়নে কি যেন সেই অপূর্ণতা
আমার আজীবন অবাক ও মুগ্ধতা,
হয়ত শূন্য এ মন পূর্ন হবে,
হয়ত কালো রাত জোছনা পাবে।

তুমি সে কথা একবারও ভাবনি
আমি সে সাহস একবারও করিনি,
নিথর নিশ্চল তৃষিত হৃদয়দ্বয়-
কেন নয় পুলকিত দোসর আবার।

যদি ডেকে যাই এই পূর্ণ বসন্তে
এই তুমি, এই আমি,
কেন নয় দুজোড়া ওষ্ঠে মিলন আবার-

ভেবে ক্লান্ত মন,
হাতড়ে স্পর্শ করে,
উচ্চ ভিরু দ্বিধার প্রাচীর তোমার।

----------------------------
জানুয়ারী ১৮, ২০২৪

মাঝে মাঝে মাথায় পুরোনো হারানো গান ফিরে আসে। পুরোটা না, কয়েক লাইন, বা সুর। মনে পরার আগ পর্যন্ত মন ভাল হয় না। মনে হয় কি যেন মিস করছি, কি যেন নেই। এক ধরনের কস্টে ভুগি। যখন গানটি পুরো শুনতে পাই, মন ভাল হয়, স্বস্তি হয়। পুরোনো গান টেপে, বা কোথাও থেকে যায়। খুজলেই পাওয়া যায়।

মাঝে মাঝে পুরোনো হারানো মানুষের কথা মনে হয়। কিন্তু সে মানুষ আর ফিরে আসে না। মনের কস্ট দুর হয় না।

ছবিটি তুলেছি একটি মরু এলাকা থেকে।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০০

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার...

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২২

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬

বিজন রয় বলেছেন: পুরানোতে হৃদয় আকুল হয়ে ওঠে!
সেই পুরানোটাকে আবার ফিরে পাওয়ার ইচ্ছা।

তাতে কষ্ট বাড়বে না কমবে?
এ এক কঠিন প্রশ্ন!!

অনেক ভাল লিখেছেন।

ছবিতে অনেক দূরে ঘরের পাশে কি তিনটি মানুষ দেখা যাচ্ছে?

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩১

কালো যাদুকর বলেছেন: তাতে কষ্ট বাড়বে না কমবে? উত্তর জানা নেই। পুরানোতে ফিরে পেলে দু্‌ঃখতে খুজবে অন্ততো।

দুরের ঐটি বাড়ি বা ঘর নয়। এটিকে বলে "স্যান্ড ডিউন"। বিশাল বালির স্তুপ। হ্যা, তিনজনকে দেখা যাচ্ছে। ছবিটি অনেক দুর থেকে, উচু হতে তোলা হয়েছে।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪০

এম ডি মুসা বলেছেন: নিজের স্বার্থকে বড় করে দেখে, ভুলে যাওয়ার পর আর চিনেনা বর্তমান প্রজন্ম! ভালোবাসা গুলো।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৩

কালো যাদুকর বলেছেন: আজকের প্রজন্ম ভালবাসার সাথে অনেক কিছু জড়িয়ে ফেলেছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজীব।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:২৩

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা সুন্দর।

কবিতার সাথে শেষের লাইন গুলোর কি কোনো সম্পর্ক আছে?

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৩৭

কালো যাদুকর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

সম্পর্কতো থাকতেই পারে, আবার নাও পারে। কবিতা, গল্প হচ্ছে মানুষের জীবনের অতিরন্জিত কথা।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৭

মিরোরডডল বলেছেন:




মাঝে মাঝে পুরোনো হারানো মানুষের কথা মনে হয়। কিন্তু সে মানুষ আর ফিরে আসে না। মনের কস্ট দুর হয় না।

জীবনটা তখন অন্যরকম ছিলো।
আগামী জীবনটা অন্যরকম হতে পারতো।


১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১

কালো যাদুকর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

জীবন পরিবর্তনশীল। মানুষের কস্ট, সুখ, ইত্যাদি সময়ের সাথে পরিবর্তন হতেই থাকে। তবে কোন কোন ব্যাথা কখনো মুছে যায় না।

৭| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পুরোনো স্মৃতি আকড়েই মানুষ বাঁচে--। এত সুন্দর লেখনী। আমি দুইবার পড়েছি---সারা লেখায় অলক্ষ্যে বেদনার কাল স্রোত বয়ে যাচ্ছে।
অসাধারণ তো বলতেই হবে। -------

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৬

কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অনেক দিন পরে এলেন। ভাল আছেন আশা করি। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.