নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত বছর কি ভেবে মনে হয়েছিল - মহামারি পেরিয়ে আমরা একটি সুন্দর পৃথিবী দেখবো,
আমাদের আবার দেখা হবে মানুষের ভীড়ে, লোকালয়ে, মার্কেটে, দীঘির পারে, হাট বাজারে।
তাই গ্রীস্মে গিয়েছি উত্তরের উচুঁ দালানের শহরে, চিলের মত উড়ে,
গিয়েছি শরৎ এ বালুময় মরুভুমিতে ক্যাকটাসের জংগলে,
কনকনে শীতের বিকেলে কালো পাহাড়ের পিচ্ছিল গাঁ বেয়ে উঠেছি চুড়োতে।
বিলিয়ন নিউরন, বা বিলিয়ন গ্যালাক্সির মত জটিল ভাবনাতে হরিয়ে গেছে কিছু একটি,
কি হারিয়ে গেছে?
হারিয়ে গেছে ভালবাসা, সভ্যতা, দয়া, মায়া।
পৃথিবীর দশদিকে যতদুর দৃষ্টি যায় -কেবল খুঁজেছি,
নেই কোথাও নেই - সহমর্মিতা।
যে দয়া বা ভালবাসার জন্য হন্যে হয়ে ছুটছে সবাই,
তাকে আসতেই হবে, ধরা দিতেই হবে।
সে যত দুরের উচ্চতাতেই বাধুক ঘর,
একদিন ফিরে আসবে সমতলে,
একদিন জমে যাওয়া হিমের মত গলে প্রবাহিত হবে
ঝরনা হয়ে, আপন ঠিকানায়।
তাই আমি গ্রীস্মের দিনে আবার ফিরে আসব এই শহরে,
একটু উষ্ঞতার জন্য,
গলিত ভালবাসার জন্য।
---------*****--------------
ফিরে দেখা যাক, এ বছর কি পেলাম আমরা। তেমন কিছু না। দুটো দেশে যুদ্ধ বেঁধেছে। আমরা কয়েকজন ব্লাগারকে চিরতরে হাড়িয়েছি। ক্যাচাল হয়েছে ব্লগে, সেজন্যও কয়েকজন আর লিখছেন না। মোটকথা আমরা আশা করেছিলাম করোনা পরবর্তীতে একটু বেশী সামাজিক , ব্লগিক, বৈষ্ঞিক আন্তরিক পরিবেশ আসবে ২০২৩ এ। সেটা হয়নি, উল্টোটি হয়েছে। আমরা অনেকেই আপনজনকে হারিয়ে আগের থেকেও নিঃসঙ্গ হয়েছি কিছুটা।
তাই আমার আশা -২০২৪ এ আমরা পাহাড়ী ঝড়নার মতই প্রানবন্ত হব, বন্ধুসুলভ হব। এবং খুবই আশা করছি পৃথিবী থেকে ২ টি যুদ্ধ বিদায় নেবে, শান্তি ফিরে আসবে।
সবাইকে ইংরেজী নতুন বছরের অগ্রিম শুভেচ্ছো । আশা করছি নতুন বছর আমাদের সকলের জীবনে কল্যান ও আনন্দ বয়ে আনবে।
ছবি : আমার তোলা, ১২০০০ ফুট উপরে, শান্তা ফে, নিউ ম্যাক্সিকো।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
কালো যাদুকর বলেছেন: এটি আসলে নিউ মেক্সিকোয়। আমেরিকার এই রাজ্যে অনেক পর্বতমালা আছে । তবে মেক্সিকো, যেটি আলাদা একটি রাষ্ট্র, ওর উত্তর অঞ্চলে তুষার পরে মাঝেমাঝে। কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ॥
২| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৭
বাকপ্রবাস বলেছেন: করোনা কাউকে কোন শিক্ষা দেয়নি, মৃত্যুটা ছাড়া। না ব্যাক্তি, না রাষ্ট্র আরো হিংস্র হয়েছে, মৃত্যু মানুষকে শিক্ষা দিতে পারছেনা। মরলেও যদি শিক্ষা না হয়, তাহলে হবে কখন?
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
কালো যাদুকর বলেছেন: সেটিই আমার দুঃখ। আর কিছু তেই এদের শিক্ষা হবে না। ভাল থাকুন।ধন্যবাদ।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার কথামালা।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৪
কালো যাদুকর বলেছেন: গোফরান সাহেব : আপনার ভাল লেগেছে এই জন্য আমি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এক কবিতায় অনেক কিছু উঠে এসেছে।
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯
কালো যাদুকর বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যটি চিন্তা করে চমৎকৃত হলাম। একটি বছর একটি কবিতাতে প্রকাশ করা যায় না, তবে বছরের মূল ভাবটি আনতে চেয়েছি। আপনাকে ধন্যবাদ।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২২
ডঃ এম এ আলী বলেছেন:
আমরা যদি পেছনে ফিরে তাকিয়ে লেখক ভাবনাকে বিবেচনায় আনি,
তাহলে দেখি কালো যাদুকর বিভিন্ন মনোরম প্রকৃতিকে ভালোবাসার
ডিসকোর্স হিসাবে হাজির করেছেন।
লেখাটির পরের অংশে দেখা যায় সামু ব্লগের ব্লগীয় ধারায় ব্যক্তিগত বিচরণকে
গণবিচরণে প্রবাহিত করার জন্য আকুতি জানাচ্ছেন । বুঝা যাচ্ছে ব্যক্তিগত ব্লগীয়
বিচরণ যেমন ইতিবাচক প্রসার ঘটাবে তেমনি ব্লগীয় গনবিচরনেও সামুকে প্রসারিত
ও সমৃদ্ধ করবে । নতুন বছরে ব্লগীয় পারস্পারিক ডিসকোর্সের সঠিক পন্থাটিই যেন
প্রস্ফুটিত হয়েছে লেখাটির এ অংশে ।
শুভেচ্ছা রইল
৩১ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৯
কালো যাদুকর বলেছেন: প্রিয় ব্লগার আলী সাহেব:
আপনার সুলিখিত মন্তব্যে অনুপ্রাণিত হলাম।আশা করছি নতুন বছরে পুরনো গ্লানি ভুলে আমরা এগিয়ে যেতে পারি। আপনাকে ও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২০
করুণাধারা বলেছেন: ছবিটা চমৎকার! আমি ভেবেছিলাম মেক্সিকোতে বরফ পড়ে না। উচ্চতার কারণে কি এই বরফ পড়েছে?
কবিতার কথাগুলো ভালো লেগেছে।
২০২৪ সকলের জন্য শান্তি এবং কল্যাণ নিয়ে আসুক।