নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বর আসলেই ছোট বেলার দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা মনে আসে প্রথমে। তখন ভীষন শীত পড়তো। সারাদিন লঞ্চে চড়ে, বিকেল বেলা গ্রামে পৌছাতাম। যেতে যেতে কত গোলাপী, সাদা শাপলা ফুলের সমারহ দেখতাম। ডিঙ্গী নৌকাতে চড়ে আমাদের সমান বাচ্চরা নদীতে বাইত, সে অনেক অবাক হয়ে দেখতাম আর ভাবতাম।
তারপর যখন আর গ্রামে যাওয়া হত না, মানে আরেকটো বড় হয়েছিলাম, তখন পড়াশোনাতে ব্যস্ত থাকতাম। অথচ আফসোস হতো না , যে ডিসেম্বরে গ্রামে যাওয়া হচ্ছে না। এখন আফসোস হয় অনেক। বিদেশ থেকে প্রতিবছর দেশে যাওয়াতো হয় না। তবে ডিসেম্বর এলেই কোথাও না কোথাও যাওয়া হয়। এসময় সব অফিস বন্ধই থাকে প্রায়, অনেক ছুটি জমে থাকে, কোথাও বেরিয়ে পরি। তবে ছোটবেলাম মত আনন্দ হয় না। আজকাল আনন্দ-দুঃখটুকুও কেমন যেন সব নিদির্ষ্ট করে দেয়া মনে হয়। জানি না অন্য সবাই বিষয়টাকে কিভাবে দেখেন?
ডিসেম্বরের আরেকটি ব্যাপার আছে। এ সময়টি ব্যক্তিগতভাবে আমার কাছে গুরুত্বপূর্ন। এ সময় আমাদের বিজয় দিবস, আমাদের মুক্তির ব্যাপারটা আছে। এই মাসে একটি দুঃখের ব্যাপারও আছে, আমি বাংলাদেশ থেকে চলে এসেছি।
কাজেই ডিসেম্বর মাস আসলে কোনভাবেই মনটি আনন্দে পূর্ন না হয়ে, বিষাদে গড়াগড়ি খায় খানিকটা। কোন বাংলাদেশী রোস্তরাতে বসে ভাঁপা পিঠা খেতে যেয়ে, মন ছুটে যায় কুয়াশা ঘেড়া শড়শে ক্ষেতে, বা খেজুর গাছে পাশে সূর্যি মামার সোনালী সন্ধ্যা বেলাতে।
তবুও প্রতিবছর ডিসেম্বর আসে, সময়ের কাঁটা ধরে। এবারে ভেবেছি ডিসেম্বরে আর দুঃখের নৌকাতে মোটেই পা দেব না। তার থেকে অন্য কোথাও যাই, মনটাকে ভুলিয়ে নিয়ে আসি। নিজেকেই ফাঁকি দেই, নিজের কাছে।
নিচের কবিতাটি পুরোনো , আমার ভালই লাগে, আবার প্রকাশ করলাম। ঘুরে এসে আবার নতুন কিছু লিখব আশা করছি।
৩১ শে ডিসেম্বর
-----------------
গলির শেষ মাথায় নির্জন কোনে তোমার ঠিকানা,
সাদাটে চার তলা দালানের গায়ে শেষ বিকেলের আনাগোনা,
সেদিন ছিল শীতের চাদরে মোড়া পৌষের আগমন,
তোমার কাজল চোখে দেখেছিলাম আমার অধঃপতন ।
শীতে কাবু কাক, বা ছোট্ট চড়ু্ইয়ের দল,
শেষ বিকেলের বাড়িফেরা মানুষের ঢল,
প্রকৃতি হাসছে সূর্যের আশ্বাসে,
আকাশে বাতাসে শীতের প্রশ্বাসে।
সেদিন ছিল ডিসেম্বরের শেষ দিন,
তোমার মায়াভরা নয়নে দেখেছিলাম আমার নিপতন ৷
সেদিন মৃত ঘাসেরা অভিশাপ দিয়েছিল ধুসর ধরনীকে,
চাঁদ, এক বাক্স পূর্ণিমার জোছনা দিয়েছিল, কোন ঘুমন্ত লক্ষ্মী পেঁচাকে ৷
মনের দরজা জানালা চিরতরে বন্ধ হয়েছিল,
কবরের হাড়গোড় ও আঁধ পচা মাংস জড় হয়ে, শেষ রাত অবধি জেগেছিল ৷
তখন থেকেই কোথাও নেই জীবন,
তাই মৃত আত্মা নিয়েই সহমরণ।
আমবস্যার অন্ধকারে ফিরে আসে সূর্যের জায়া,
খুজে ফিরে হারানো দলিত, বা ছায়া।
প্রনয় হারিয়েছে ধুসর শীতের নিমেষে ,
তোমার যাদু আখিতে, আমার অবুঝ হৃদয়ে।
প্রথম প্রকাশ: ৩১/১২/২০২০
ছবি: আমার তোলা নয়, সংগ্রিহীত।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্যের জন্য।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০১
শাওন আহমাদ বলেছেন: আমাদের সুন্দর একটি ডিসেম্বর ছিল।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১
কালো যাদুকর বলেছেন: সেটাই। এখন তাই ভবি।ধন্যবাদ।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩১
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩০
সামরিন হক বলেছেন: আনন্দে ভরিয়ে দিক সৃষ্টিকর্তা সবার জীবন।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩
কালো যাদুকর বলেছেন: সেটি আমিও কামনা করছি পরম দয়াময়ের কাছে। ধন্যবাদ।
৫| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৪২
নাহল তরকারি বলেছেন: ডিসেম্বর।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৪
কালো যাদুকর বলেছেন: অতি সংক্ষিপ্ত মন্তব্য। অনেক ধন্যবাদ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের সবচে দামী সময় শৈশব!
আহা! তখন সূখ বিস্ময় আর আনন্দ অনুভবের কি দারুন সহজতা ছিল!
প্রজাপতির ডানায় রংযের প্রাচুর্যের বিস্ময় এখন আর কৈ?
স্মৃতি কাতরতাই বুঝি শেষ জীবনের সেরা পাথেয় হয়ে রয়!!!
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০
কালো যাদুকর বলেছেন: ঠিক বলেছেন, জীবনের সেরা পাথেও। এটি যার যতবেশী, সেই তত প্রকিত ধনী। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৭| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৬
মোগল সম্রাট বলেছেন:
ডিসেম্বর আসলে খান আতার লেখা আর শাহানাজ রহমাতুল্লার গাওয়া "এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সুর্য আনলে যারা, আমরা তোমাদের ভুলবনা" এই গানটাই মনে পরে।
গুনগুন করে গাই আর শৈশবের ডিসেম্বরের শিশির ভেজা ঘাসের কতা মনে পড়ে।
২৪ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১০
কালো যাদুকর বলেছেন: একেক মানুষ একেক ভাবে ডিসেম্বর দেখে। তবে বাংলাদেশীদের কমন ব্যাপার হল আমাদের বিজয় , এই সম্পর্কিত গান, সিনেমা, মোট কথা বিজয় এক নদী রক্তের বিনিময়ে পেয়েছি। তাই এর দাম সব থেকে বেশী ।ধন্যবাদ।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৭
স্বর্ণবন্ধন বলেছেন: কথায় ও কবিতায় বেশ লিখেছেন। অকৃত্তিম অনুভূতি ফুটে উঠেছে।