নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

সেদিন ছিল এদিনের চব্বিশ গুন বড়

১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

হেঁটে রাত পার করতাম নিরব ঢাকা
জোঁছনা বা আমবস্যা মধুর রাত সব-
ভেবেছিলাম সেই রাতের স্বপ্ন গুলো সত্যি হবে কখনো,
এখন মনে হয় সেসব দিনই সত্যি ছিল, পূর্নতা ছিল,
পলাশীর মোড়ের এক কাপ কাফনের চায়ে চুমুক দিয়ে
যে বর্ষার গান শুনতে পেতাম,
স্টারবার্কসের এক পেয়ালা কফিতে যেন ততটাই বিষাদের বেহালা বাজে-

গল্পে পার করতাম সন্ধ্যে সব,
পড়া ফাঁকি দিয়ে,
স্যারের রক্তচক্ষু এড়িয়ে,
কোথায় গেল সে সব সঙ্গীরা-
আজকাল কোন হোটেলের লবিতে একা বসে
সেই রমরমা ক্ষনগুলো ফিরে আসে
ক্ষুধার্ত ভীখেরীর মত।

নিউ মার্কেটের ভীড়ে,
চোখের কবিতা দেখে ক্লান্ত হয়ে,
ঘন জ্যামের রাস্তায় নিজেকে প্রায়ই হড়িয়ে ফেলতাম,
কোন লাল শাড়ীর পাশে বসে, রেশমী চুড়ীর ঝণঝন শব্দে বেহুশ হওয়ার আগেই-
পাঁচ টনি ট্রাকের শব্দে ও গন্ধে, হুশ হত।

মুড়ির টিনের ভেতর "মুড়ির" মত সদরঘাটের বাস গুলোতে বসে
ঘামতে ঘামতে মনে হত-
এই চিড়াচ্যাপ্টা জীবন জুড়োবে যে কবে-
অথচ মানুষহীন পথে ঘাটে বের হলে আজকাল কেন যেন মনে হয়,
কি লাভ এই সুন্দর শহরে থেকে,
যদি না স্বাদ পাই সেই
হাজার বছর পুরোনো স্যাঁতস্যঁতে শেওলা ধরা পুরোনো দেয়ালের।

মনে হয় এই দিনগুলো চব্বিশগুন ছোট হয়ে গেছে,
পুরোনো দিনেরা শৈশব, কৈশোর কে টেনে লম্বা করেছে ভীষন বড়,
সে কেবল ফেলে আশা শহরের প্রেক্ষাপটে ।

-///------

এই কবিতা টি "সোনালী ডানার চিল" এর "প্রিয় শহর" পড়ে অনুপ্রাণিত হয়ে লিখেছি। তাকে ধন্যবাদ।


মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫১

মিরোরডডল বলেছেন:





কি বলবো যাদুকর?

ভাষাহীন!!!
খুব ভালো লেগেছে।

শৈশব কৈশোরে যখন ফিরে তাকাই, মনে হয় সেই মেয়েটি কি আমি ছিলাম নাকি আমার মতো অন্য কেউ!!!
সেই সময়ের মানুষগুলোকে খুব মিস করি।
কাছের মানুষ সবাই ছিলো, এরপর নক্ষত্রের মতো একটা একটা করে খসে পড়ছে।


১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৮

কালো যাদুকর বলেছেন: আমরা সবাই অন্য কেউ হয়ে গেছি, অজান্তে। নিজেদের ভাবনাতে সেই হারানো ‘আমি‘ আজও আপনার মতই খুঁজে বেড়াই। পাই না । পড়ার ও মন্তব্যে অনেক ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৫২

কালো যাদুকর বলেছেন: কবি সাহেব কেমন আছেন? মন্তব্যে অনেক ধন্যবাদ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

বিজন রয় বলেছেন: সোনালি ডানার চিলের পোস্টে দেখলাম বলেছেন ওনার কবিতা পড়ে আপনিও একটি কবিতা লিখেছেন। আর এখন সেটা পেলাম আর পড়লাম।

আপনারটিও ভাল হয়েছে যাদুকর।
শুভকামনা।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৩

কালো যাদুকর বলেছেন: ফিরে এসে পড়ার জন্য অনেক ধন্যবাদ। আসলে তাড়াহুড়ো করে লিখেছি। সময় নিয়ে প্রিয় শহর আবারো লিখবো আশা করছি।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৩৪

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। আপনার মত অকারনে এক সময় আমিও হেঁটে ঢাকা শহর ছষে বেড়ালাম। দিন গুলো মোর সোনার খাচায়...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.