নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

লজ্জা

২৩ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:১৩


কেউ আগুন জ্বালায় মনের সুখে,
পথের টোকাই একটু শীতের হাত থেকে বাঁচতে জ্বালায়।
নিবার্চন আসলে কেউ কেউ আগুন জ্বালায়
ক্ষমতায় যেতে বা ক্ষমতায় থাকতে? বোঝা বড় দায়।

এই নির্জনে আগুন জ্বেলে সিমোরস খেতে খেতে ভাবি-
পরাশক্তিরা আগুন জ্বেলে হাসপাতাল পোঁড়ায় ,
ইনসেনটিভ কেয়ারের অর্ধমৃত মানুষ পোঁড়ায়,
নবজাতক পোড়ায়, প্রসূতি ও বাদ যায় না।
ওদের সোলজাররা ওয়ার রুমে বসে বাটন চাপে,
আর আমারই মত কিছু খেতে খেতে-
মানুষ পোঁড়ায়।


এই ভাবনা থেকেই মনে হয়
সিমোরসগুলো যেন ঝলসানো গোশত,
নিজেকে পশুর মত অমানবিক মনে হয়।

ছোট আগুনটিকে জ্বলন্ত গাজা মনে হয়,
আর চারপাশের মানুষের সাথে বিশ্বের নীরব দর্শক দেশগুলোর কথা মনে হয়।

সেই আমার শেষ সিমোরস খাওয়া-
ওগুলো ছুড়ে ফেলে অন্ধকার বনের ভেতর হাঁটতে থাকি,
নিজেকে সম্পূর্ণ ঢেকে দেই কালো - লজ্জার চাদরে।

----//
সিমোরস-

A s'more is a confection consisting of toasted marshmallow and chocolate sandwiched between two pieces of graham cracker. S'mores are popular in the United States and Canada, and traditionally cooked over a campfire.

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৭:৪৪

কামাল১৮ বলেছেন: বিএনপি আগুন জ্বালায় যানবাহন পোড়াতে।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১২

কালো যাদুকর বলেছেন: লজিক্যালি সেটিই মনে হয়। কনসপ্যারেসি থীওরিও আছে। কোনটি বিশ্বাস করি বলেন?

২| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩

বিজন রয় বলেছেন: সমসাময়িক বিষয়ের উপর কবিতা। এবং অনেক ভাল হয়েছে।

আপনি প্রতিমাসে ১/২টি পোস্ট দিয়ে গত ১৪ বছরের বেশি সময় ধরে ব্লগে আছেন, সেটাই একাট বড় ব্যাপার!!
তবুও তো হারিয়ে যাননি।

থাকুন ব্লগে যতটুক পারেন।
শুভকামনা।

২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:১৭

কালো যাদুকর বলেছেন: আসলে লেখালেখি আমার বিষয় না। ২০০৫/২০০৬ এর দিকে রাজাকার নিধনের ব্যাপারে দেশে যে আন্দোলন হয়েছিল, সেসময় এক বন্ধু এই ব্লগে বেশ সক্রিয় ছিল। ওঁর লেখা পড়তেই আসতাম। ঐ বন্ধু আর এখানে লেখেন না, আমিই থেকে গেলাম। আসলে ব্লগের পাঠক বলতে পারেন আমাকে। ধন্যবাদ।

৩| ২৩ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় সুন্দর কবিতা লিখেছেন।

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৯

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ নূর।

৪| ২৩ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা তো শান্তি চাই
আগুন না লাগুক কোনোখানে এমনকি কারো মনেও না

সুন্দর হয়েছে

২৩ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২১

কালো যাদুকর বলেছেন: বেশির ভাগ মানুষ শান্তি চায়।কিছু বাজে পশুর জন্য শান্তি নষ্ট হয়।ধন্যবাদ।

৫| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৬

মিরোরডডল বলেছেন:




যাদুকরের লেখা ভালো লেগেছে।

সিমোরস- মার্সমেলো এবং চকলেট, অতিমাত্রায় সুইট মনে হচ্ছে।

যদিও লুকটা টেম্পটিং :)

২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ মিরোরডডল।
কোন লুকটা, সিমোরস, না ছবির লুকটা। এরকম ক্যাম্প ফায়ার, আর প্রকিতি সব সমই টেম্পটিং। জানেনতো , প্রকিতিতে সভ্যতার নিয়ম কানুন চলে না।

৬| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৯

ফেনা বলেছেন: লেখার অর্থ ভাল। কিন্তু কেমন যেন খাপছাড়া লাগল। আমার একান্ত মতামত।
ভাল থাকবেন।

২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫১

কালো যাদুকর বলেছেন: আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ। একটি অনুস্ঠানে যেয়ে, ১০ মিনিটি ধরে একা একা বসে থেকে বিরক্ত হয়ে, শেষে এই কবিতা লিখেছি। বলতে পারেন সময় কাটানোর জন্যই। কাজেই আপনার অবজারভেশন কিছুটা ঠিক।

সময় পেলে ভাল করে লিখা যায়। সময় পাওয়া যাচ্ছে না।

৭| ২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার কবিতাটা খুব ভালো লেগেছে । সহজবোধ্য অথচ গভীর ।

কয়েকটি বানান নিয়ে আপত্তি আছে - পোঁড়ায় হবে না ? ( আমিও ভুল হতে পারি ), হাঁটতে হবে ও চাদর হবে !

ভালো থাকবেন !

২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

কালো যাদুকর বলেছেন: আমি কেবল সহজ সরল লেখা পারি। অর্থ কেমন সেটা পাঠকের ব্যাপার। বানান ঠিক করে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৪ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:২৪

কালো যাদুকর বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: জগতে মানুষের চেয়ে হিংস্র প্রাণী এবং স্বজাতি হন্তারক আর কোন প্রাণী নেই!

০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:০৭

কালো যাদুকর বলেছেন: স্যার এটিই আমার দুঃখ। শুধু শুধুই মানুষ মরছে, কেউ কিছু করছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.