নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে যাও
কোথায় যাব?
আমার থেকে অনেক দূরে
যেখানেই যাই তোমার দেখা পাই।
আমি তোমাকে কিছুই দিতে পারবো না
আমার কিছু চাই না।
চলে যাও
যাব না।
১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:৩৬
কালো যাদুকর বলেছেন: আসলে মানুষের সম্পর্ক গুলো বড় অনিশ্চিত।ধন্যবাদ সোজা সাপটা মন্তব্যের জন্য।
২| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
১৪ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:০৯
কালো যাদুকর বলেছেন: আবারো এসে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।
৩| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১১:১০
খায়রুল আহসান বলেছেন: বাহ, বেশ তো!
চলে যেতে বললেই যাওয়া যায় না;
চলে গেলেই অদৃশ্য হওয়া যায় না।
দু'টি নয়ন চলে যেতে দেখলেও,
তৃতীয় নয়নটির কাছে চলে যাওয়া
অবয়ব স্থির, স্থানুবৎ দেখা যায়।
১৪ ই অক্টোবর, ২০২৩ ভোর ৪:১৩
কালো যাদুকর বলেছেন: অনেক সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। ঠিক ইবলেছেন। চলে যেতে বললে যাওয় হয় না। স্থানুবৎ মানে কি?
৪| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৬
মিরোরডডল বলেছেন:
নেই কোন চাওয়া পাওয়া।
তবু ছেড়ে যাবো না।
১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:০০
কালো যাদুকর বলেছেন: হা হা। এই জন্যই এই কবিতা হল শেষ কথা।শেষে আর যাওয়া হয় না।ধন্যবাদ।
৫| ১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১১
খায়রুল আহসান বলেছেন: 'স্থানুবৎ' মানে স্থির, নিশ্চল, অবিচল, অটল। দৃষ্টান্তস্বরূপ কয়েকটি বাক্যঃ
১। সে সারা শরীরে ব্যর্থ প্রেমের আঘাত নিয়ে জঙ্গলের মাঝে স্থানুবৎ দাঁড়িয়ে রয়েছে।
২। স্থানুবৎ বসে (বা দাঁড়িয়ে) ছিলুম।
৩। সাপটি কুন্ডুলি পাকিয়ে স্থানুবৎ অবস্থান করতো।
৪। প্রশ্ন শুনে কিছুটা মূর্তির মতোই স্থানুবৎ দাঁড়িয়ে থাকেন তিনি।
১৪ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮
কালো যাদুকর বলেছেন: এত কিছু তো জানতাম না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৩ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।