নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ জীবনে আলাদা করে শব্দ বলে খুবই কম-
ঘুরিয়ে ফিরিয়ে আমরা বন্দি একই কথামালা্য়- একদম।
এই চর্চিত জীবন হচ্ছে তাই, কয়েকটি কথার সমাবেশ,
সেই সমাবেশে আছে অনেক তর্ক,
তর্ক বিতর্কে কথা বেড়েছে বেশ,
তবে কাজের কাজ, কিছুই হয়নি শেষ।
আমার জীবন, সেই হিসেবে পাঁচ শত ছেয়ানব্বই,
তাহলে তাই সই।
পাঁচ শত ছেয়ানব্বইয়ের জীবনে
ছাই ভস্ম কবিতা লিখে করেছি- শব্দের অপচয়,
দৈনিক কাজে কিছু শব্দ বলেছি - সে রুজি রোজগার ছাড়া আর কিছু নয়।
বাকি শব্গুলো জমিয়ে রেখেছি এইবার,
আজ থেকে তাই ঠিক করেছি -নির্বাক হব রবিবার ।
রবিবার তাই কোন কথা নয়,
কোন ইমেল নয়,
কোন টেস্কস নয়,
কোন আড্ডা নয়,
কোন ব্লগিং নয়।
জমানো কথা বললে- শেষ হয়ে যাবে আমার একান্ত পাঁচ শত ছেয়ানব্বই শব্দ,
পাব কোথায় আবার আনকোড়া সব নতুন শব্দ?
জামানো কথা থাক আপাতত আমারই কাছে,
তোমরাই কথা বলে , তর্ক করে, খরচ কর তোমাদের যা আছে।
ছবি: একটি মালভূমির দৃশ্য, তুলেছি নিউ ম্যাক্সিকোতে, প্রায় ৯ হাজার ফুট উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
কালো যাদুকর বলেছেন: আর লিখলেন না কেন? লিখেন । আমিতো আবার গদ্য একেবারেই লিখতে পারি না। হাত ব্যাথা করে।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১
অধীতি বলেছেন: নির্মল কবিতা। ছবিটাও সুন্দর। জমানো কথা হারিয়ে একদিন নির্বাক চোখে অরোরা দেখবো।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৪
কালো যাদুকর বলেছেন: কি বলেন। জমানো কথা শেষ হবে কেন? মেক নিউ মেমোরি। তাহলে জমানো কথা বাড়বে। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অনেক দিন পরে ব্লগে ঢু দিলাম। আপনার কবিতায় চোখ পড়লো। অসাধারণ কবিতা। মুগ্ধতা রেখে গেলাম কবিতায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০
কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি, পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪১
সোনাগাজী বলেছেন:
কি ছিলো আপনার মনে, কি আছে এই কবিতায়?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩৯
কালো যাদুকর বলেছেন: গাজী সাহেব , কেমন আছেন? ব্যাপারটা একটু জটিল । https://github.com/ এই ওয়েবসিটে একটি ফিচার আছে, এটার নাম হল- প্রোফাইলিং। সেভাবে ব্যাখা করলে, যে কোন ব্লগারের লেখালেখি কমবিনেশন করলে দেখা যায়, সে সব মিলিয়ে একটি নির্দিস্ট সংখ্যক শব্দ ইউস করেছেন, একটি সময়ের পরে এই সংখ্যা বাড়ার হার কমে যায়। লেখালেখি একটি নির্দিস্ট সংখ্যক শব্দের ভেতরে সিমাবদ্ধ হয়ে যায়। এটিই আমার ব্যাখা। আপনার পছন্দ নাও হতে পারে অবশ্য।
মানুষের জিবনের অন্য ব্যাপার গুলোও এই রকমই সিমাবদ্ধ । তবে ব্যতিক্রম আছে অবশ্যই।
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
শায়মা বলেছেন: ছাইভস্ম লেখাগুলোই কিন্তু কবিতা হয়ে যায়। সেটা কেউ বুঝুক না বুঝুক কবির মনের খোরাক যোগায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪১
কালো যাদুকর বলেছেন: কেমন আছেন? হা হা। আমার ছাইভস্ম লেখা গুলো সবার আনন্দ দিক এই আমার একমাত্র চাওয়া।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮
করুণাধারা বলেছেন: মানুষ জীবনে আলাদা করে শব্দ বলে খুবই কম-
ঘুরিয়ে ফিরিয়ে আমরা বন্দী একই কথা মালায় একদম।
একদম ঠিক কথা!
আমার জীবন সেই হিসেবে পাঁচ শত ছিয়ানব্বই
এটা ঠিক বুঝতে পারলাম না। বারো দিয়ে ভাগ করতে হবে?
ছাই ভস্ম হবে।
ছবিটি সুন্দর তুলেছেন!
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৩
কালো যাদুকর বলেছেন: ব্যাপারটিতে একমত হয়েছেন দেখে ভাল লাগছে। শব্দটি ঠিক করেছি। ছবিটি তোলার জন্য অনেকদুর ড্রাইভ করতে করতে কাহিল হয়ে গেছিলাম।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
কালো যাদুকর বলেছেন: এই সংখ্যা টি উপরে গাজী সাহেবকে ব্যাখা করেছি। আমি রেনডম একটি সংখ্যা লিখেছি এখানে।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪২
শায়মা বলেছেন: আমি ভালো আছি। শত কিছুর মাঝেও আমি ভালো থাকতেই চাই।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৫
কালো যাদুকর বলেছেন: ভাল থাকতেই হবে। ভাল থাকার জন্য অনেক ধন্যবাদ।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৭
শায়মা বলেছেন: হা হা আর খারাপ থাকলে কি দিতে? বন্যবাদ? নাকি মন্দবাদ?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৫০
কালো যাদুকর বলেছেন: খারাপ থাকলে আপনাদের জন্য আরেকটি হাসির কবিতা লিখতাম । আগেই বলেছে, জনগনের জন্যই আমার কবিতা।
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০১
শায়মা বলেছেন: হা হা ভালো থাকলেও হাসির কাব্য লেখো ভাইয়া।
অনেকদিন কেউ হাসির কবিতা লেখে না।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:২২
কালো যাদুকর বলেছেন: আচ্ছা চেষ্টা করব আপা।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১৮
আখেনাটেন বলেছেন: ঠিক তাই......
সবাই একটি নির্দিষ্ট গন্ডিতে বন্দি। বের হতে চাইলেও প্রকৃতিই হয়ত বাধা দেয়।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:২৪
কালো যাদুকর বলেছেন: এইজন্যই বের হতে চাই না। আপনি একদম ঠিক পয়েন্টে বলেছেন।
১১| ০১ লা অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫
মিরোরডডল বলেছেন:
আমি ভাবছি মন্তব্য কি লিখবো আজকে? কারণ আজ রবিবার।
যাদুকর আজকে নির্বাক থাকবে, রিপ্লাইতো করবে নাহ
কবিতার মূল বক্তব্যের সাথে সহমত।
একই বৃত্তের মাঝে আমাদের বসবাস, ঘুরে ফিরে একই শব্দ, একই ভাবনা।
তারপরও চলুক জীবন, একই বলয়ের মাঝে থেকেও হতে পারে নতুন কিছু।
ছবির জায়গাটা থেকে লুকআউট ভিউটা সেরকম হবে!
০৩ রা অক্টোবর, ২০২৩ সকাল ৮:৪০
কালো যাদুকর বলেছেন: আজ সোমবার যাব যাব করছে। কাজেই কথার ফুলঝুরি চলতেই পারে।
আসলে রবিবার নানা ব্যস্ততা থাকে। সামাজিক কাজ, সেবামূলক কাজ ইত্যাদি। নিজের জন্য সময়ই পাই না।
আর সারা সপ্তাহ মনিটর দেখি, রবিবার তাই স্ক্রিনিং করতে ভাল লাগে না।
ওই জায়গাটি অসাধারণ।এখানে একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র আছে।রাতে আরো ভাল লাগে দেখতে।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩
জুন বলেছেন: ৫৯৬ এর জীবনে ছাই ভস্ম কবিতা লিখে করেছি শব্দের অপচয় এই লাইনটা আমার খুব ভালো লেগেছে কালো যাদুকর। মাঝখানে দেখছিলেন্না আমার কেমন বাই উঠেছিল কবিতা লেখার
+