নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জল চক্রের শেষ নেই,
কত লক্ষ কোটি বিন্দু জল প্রবাহিত হল,
অসংখ্য মেগাওয়াট দিয়ে জ্বালাল- সভ্যতা ও নগরী,
সে খবর কে রাখে।
সে এক আশ্চর্য একাকিত্ব ও শুন্যতা।
বারে বারে একটি কথাই ভাবছিলাম-
তোমার বিশেষ অনুরোধ,
বলেছিলে এখানেই দেখা হবে,
এই চঞ্চল স্রোতে নেভাবে অপেক্ষার আগুন,
প্রকাশ্য স্নানের আনন্দে , দুজনে ।
সে অনেক কাল আগে বলেছিলে-
যেদিন মনে পড়বে,
চলে এসো ম্যাপলের দেশে,
এক বড় ঝড়নার পাড়ে।
সে ঝড়না খুজেছি বহুকাল,
অবশেষে খুজে পেয়েছি সেই জলপ্রপাত,
ম্যাপেলের দেশেই, দেখছি সে অদ্ভুদ জলরাশি,
দেখেছি নাম না জানা জলজ পাখি,
অসংখ্য বিস্মিত মানুষের চোখ,
শিশু, দম্পতি, ও সুখী-অসুখী মানুষের দল।
তবে তুমি ভুলেছ, একথা,
ভুলেছ পতিশ্রুতি,
দাওনি দেখা, এ ঝরণাধারায়।
তাই প্রমত্ত জলরাশি,উন্মত্ত-
ফুঁসছে রাগে।
আর আছড়ে পড়ছে দু'শত ফিট উচ্চতা থেকে,
পাষাণ হৃদয়সম ঐ পাথরে।
ফেনিল জলধারা, প্রচন্ড অভিমানে,
বঞ্চিত মনের যন্ত্রনা নিয়ে, বহু দুরে বয়ে যাচ্ছে
আমার মতই ভাঙ্গা - লক্ষ কোটি জলবিন্দু হয়ে,
ছড়িয়ে পড়ছে- প্রকৃতিতে,
আবার তোমার পাষাণ মনে ফিরে আসবে,
সেই আশায়।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৯
সোনালি কাবিন বলেছেন: ভালো হয়েছে ।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৪৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।