নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-----------
এখন দিন পাল্টেছে,
একটা সময় ছিল, লুকিয়ে ভাষণ শুনতে হোত,
রাস্তায় নুর হোসেনদের গুলি খেতে হোত।
জাহানারা ইমামের মিছিলের ঘামে , ঢাকার রাস্তা ভিজতো,
যেমনটা ভিজেছিল রুমিদের রক্তে এ জমিন ৭১-এ।
সে জমিনের বুক জুড়ে এখন - কান পেতে শোনা যায় ,
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম"।
এখন দিন পাল্টেছে
লুকিয়ে বিবিসি শুনতে হয় না,
সব খবর আঙ্গুলর খোচাতেই পাওয়া যায়।
সংবাদ অতি সাধারণ হয়েছে,
তবে নিরপেক্ষ হয়নি।
এখন দিন পাল্টেছে,
একটা সময় রাজাকারের গাড়িতে উঠতো লাল সবুজ পতাকা,
এখন রাজাকাররা পরে থাকে লোহার গারদের ঘরে, নিথর।
ভীত মানুষের মনে দয়া হয়, বলে সান্ত্বনার কথা।
এখন দিন পাল্টায়নি-
একদম ঠিক ঠাক একই রকম আছে।
জুজু ভয়ে ভীত রাজাকারের মত, একদল কাপুরুষ এখনও আছে,
এরা সব সময় থাকবে।
একইভাবে,
এ বাংলায়- আসাদ, সালামের মত মানুষ এখনও জন্মায়।
ইতিহাস তুমি ফিরে, ফিরে এসেছ - এ বাংলায়,
এ দিন নেবে ভবিষ্যতে , এই বাংলার মাটি ও আলোতে,
সেদিনও এ বাংলায় রবে তোমার, আমার অস্তিত্ব,
আর, একে একে দূর হবে রাজাকারদের অভিশপ্ত দেহ।
-----------
আমি সব সময়ই বাংলাদেশ নিয়ে আশাবাদী।
১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ।
প্রতিবাদ হবে, প্রতিবাদ মানে দেশদ্রোহিতা ও নয়।বরং প্রতিবাদ গণতন্ত্রের ই একটা অংশ।
আশা করি এরকম কবিতা আর লিখতে না।
আমাদের দেশে ধর্মের থেকে আগাছা বেশী। আমাদের দেশের এই চিত্রটি বারবার দেখছি।আশা করি এরকম উন্মাদনা কমবে। আমার আপাতত আশা এতটুকু।
আশা করি ভাল আছেন।
২| ১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৩৯
মিরোরডডল বলেছেন:
প্রতিবাদ হবে, প্রতিবাদ মানে দেশদ্রোহিতা ও নয়।বরং প্রতিবাদ গণতন্ত্রের ই একটা অংশ।
১০০% সহমত। আমরা সাধারণ মানুষ দেশকে ভালোবাসি বলেই দেশের কোনো অনিয়ম বা অন্যায় নিয়েও কথা বলি।
সমালোচনা করলেই কিছু মানুষ তাদের একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলে দেয়, যেটা ঠিক না।
আশা করি এরকম কবিতা আর লিখতে না।
কেনো না? অবশ্যই লিখবে, লেখার মধ্যে দিয়েই প্রতিবাদ হবে।
আমরা অনেকে গুছিয়ে লিখতে পারিনা কিন্তু যারা লেখে তাদেরকে সাপোর্টতো করতে পারি।
ভালো থাকবে যাদুকর।
১৯ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৮
কালো যাদুকর বলেছেন: অবশ্যই লিখতে চাই, তবে ধর্মীয় উন্মাদনা কমে যাক এটাই চাই। এই একটি বিষয়ে আমাদের যাতে আর দুশ্চিন্তা করতে না হয়, না লিখতে হয়।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:১১
মিরোরডডল বলেছেন:
একজন বাংলাদেশী হিসেবে দেশ নিয়ে আশাবাদী হবো এটাইতো স্বাভাবিক।
এটাও মনে রাখতে হবে, দেশের সমস্যা নিয়ে কথা বলা মানেই দেশদ্রোহিতা না।