নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
----
আমাদের সব কিছুই ভাল এবং স্বাভাবিক চলছে,
কোথাও কোন অসুবিধা বা বিতর্ক নেই ৷
এর মানে হচ্ছে, কোথাও না কোথাও ঝামেলা আছে ৷
২
----
দেখতে পাইনি মেঘ ও বৃষ্টি
যখন দেখেছি - তখন বন্যায় ভেসেছে
ও ভরেছে জীবনের হ্রদ ৷
৩
----
লোকে বলে প্রেম অন্ধ
কবি বলে অন্ধ ওঁরাই
যাঁরা দেখতে পান না ভালবাসা ৷
৪
-------
একদল বাচ্চা
সংসারের শত খরচ
রক্তচাপ, ডায়েবেটিস ইত্যাদি
অফিসে বসের কাছে ছোট হওয়া পুরোনো অভ্যাস ৷
বছর ঘুরে যায়
আপনজনকে দেয়া অসংখ্য ভাংঙা প্রতিশ্রুতিতে
তবুও নেই আফসোস
কারন তিনিই বাবা ৷
১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
কালো যাদুকর বলেছেন: আপনি খুবই একটি যুতসই উধাহরন দিয়েছেন।
পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: লেখায় বাস্তবতা আছে।
১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
কালো যাদুকর বলেছেন: পরার ও মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৫
মিরোরডডল বলেছেন:
অসুবিখা
যাদুকর বানানটা ঠিক করে নিবে।
পরে আবার আসছি।
১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৮
কালো যাদুকর বলেছেন: বানানটি ঠিক করা হয়েছে । পরার ও আবারও আসার জন্য অনেক ধন্যবাদ ।
৫| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসুবিধা বানান ঠিক করে নেবেন
সুন্দর হয়েছে
১৯ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
কালো যাদুকর বলেছেন: বালানটি ঠিক করে দিয়েছি ।পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৬| ১৯ শে জুন, ২০২৩ রাত ৮:০৯
মিরোরডডল বলেছেন:
লোকে বলে প্রেম অন্ধ
কবি বলে অন্ধ ওঁরাই
যাঁরা দেখতে পান না ভালবাসা ৷
তাইতো, কবি ঠিক বলেছে।
১৯ শে জুন, ২০২৩ রাত ১০:৫৯
কালো যাদুকর বলেছেন: আবার আসার জন্য অনেক ধন্যবাদ। কবিদের কথা কেউ শোনে না।
৭| ১৯ শে জুন, ২০২৩ রাত ৮:১৫
এইযেদুনিয়া বলেছেন: বাহ, সুন্দর। হাইকু? সবগুলোই ভালো লেগেছে।
১৯ শে জুন, ২০২৩ রাত ১১:০১
কালো যাদুকর বলেছেন: মাইক্রো কবিতা বলতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৮| ২০ শে জুন, ২০২৩ রাত ১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ৪ নাম্বারটায় সকল মধ্যবিত্ত বাবারা ফুটে উঠেছেন।
১ নাম্বারটা একটা মারফি'স ল, জানেন?
ভালো লেগেছে সব কটাই।
শুভেচ্ছা।
২০ শে জুন, ২০২৩ ভোর ৬:৪৭
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। এটা তো জানতাম না
৯| ২০ শে জুন, ২০২৩ রাত ৩:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বেশ ভালো লাগলো।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১ নাম্বারটা একটা মারফি'স ল, জানেন?
২০ শে জুন, ২০২৩ ভোর ৬:৪৮
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ সৌরভ ।আমিও এটা জানতাম না।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১২:২৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রতিষ্ঠানের প্রয়োজনে অন্য একটা দেশের অপারেশনস দেখতাম কয়েক মাসের জন্য। প্রতিদিন সকালে গাদি গাদি ফোন আসতো, ম্যাসেজ আসতো। ওদের অবস্থা খুবই করুণ ছিলো।
একদিন সকালে কোন কল বা ম্যাসেজ নাই। একটু ঝিমুনি দিয়েছিলাম, বউ এর মাঝে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আজকে যে কোন কল ম্যাসেজ নাই! ধড়ফড় করে উঠে বসলাম। বুঝলাম আজকে বড় কোন সমস্যা হচ্ছে, তাই কোন কল বা ম্যাসেজ নাই।
ওদের কল দিয়ে দেখি আমার নম্বর কেউ খুঁজে পাচ্ছিলো না, তাই কল করতে পারে নাই!
৪নং................