নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রান্তর পেরিয়ে
দুপুরের তপ্ত রোদ নেমে আসে
এ পৃথুলায়।
শীতের কঙ্কন জড়া
এখন শুধু স্মৃতি।
তোমায় দিলাম
নতুন প্রাণ
শক্তি ও আনন্দ,
গ্রহণ কর
এ তপ্ত আহবান।
ফুলে ফলে
ভরে উঠুক
এ সবুজ জমিন তোমার॥
প্রিয়তম ॥
এ পরান পূর্ণ করো , মায়াবী ভালবাসায়।
আজ না হয় ক্ষমা কর
আমার অনিয়ন্ত্রিত আবেগ।
নোট: আমাদের গরম কাল শুরু হয়েছে॥ এবার গরম বেশি পরবে॥ শরীরের ত্বক এ গরম পছন্দ করবে না।। মন করবে মনে হয়।
০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:২৬
কালো যাদুকর বলেছেন:
মন চেনা বেশ কঠিন।
তবুও মনের টানে এই জীবন চলে
ভাসতে ভাসতে জীবন কখনো সাগরে মেশে
কখনোবা মোহনায় ডুবে যায়।
তাই মন কে নাড়াচাড়া না করাই উত্তম।
মন মনের ভুবন থাক, আমরা না হয় সমারের কথাই ভাবি।সামার কোথায় যাওয়া যায় ? নায়াগ্রা?
২| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।
০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:১৭
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি।
৩| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৪:১৫
মিরোরডডল বলেছেন:
সত্যিই মন চেনা বেশ কঠিন।
একই মনে অনেক মনের বসবাস, তাই নিজেকেও মাঝে মাঝে অচেনা লাগে!
এই কি আমি, নাকি আমার মাঝে অন্যকেউ
তাই মন কে নাড়াচাড়া না করাই উত্তম।
বলে কি!!! নাড়াচাড়া মানে?
রীতিমত ভেঙ্গেচুরে এলোমেলো করে যত এক্সপেরিমেন্ট সব মনের ওপর দিয়েই করি।
এই একটা জায়গায় I'm the Queen, I'm the princess, I can do anything I like
সেই গানের মতো, তোমার হল শুরু আমার হল সারা।
যাদুকরের সামার শুরু হল আর আমার উইন্টার।
আশা করছি খুব শীঘ্রই তাহলে নায়াগ্রা ভিজিটের ওপর একটা পোষ্ট পাবো।
০৫ ই জুন, ২০২৩ সকাল ১০:২২
কালো যাদুকর বলেছেন: আমারা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্যে, তাই মনে মনে সবই ভাবা/বাস্তবায়ন করা যায়। তবে , বেশী টানা টানি করলে, মন ভেম্গেও যেতে পারে। তাই সাধু সাবথান।
যাবার জন্য নায়াগ্রা সুন্দর হলেও, অনেক দুরে। গেলে অবশ্যই এব্যপারে লিখব ইনশাল্লাহ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২৩ বিকাল ৩:০৮
মিরোরডডল বলেছেন:
মন করবে মনে হয়।
মনে হয়? সিওর না?
যাদুকর মনকে কি এখনও ঠিক চিনতে পারেনি