নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু তোমার জন্যই
জীবনের গ্লানি, দুঃখ, আনন্দ, ভালবাসা, যাবতীয় অনুভূতি
কালো বর্ণের রক্ত হয়ে ঝড়ে এখানে।
ছবি: পার্কের জংলি ফুল
০৭ ই মে, ২০২৩ রাত ৮:২৯
কালো যাদুকর বলেছেন: কবিদা আপনার কথাটি সত্য হোক।
২| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৪
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! অল্প কথায় গল্প প্রকাশ পেল।
০৭ ই মে, ২০২৩ রাত ৮:৩১
কালো যাদুকর বলেছেন: আসলে অল্প কথাতেই ছন্দটি লিখতে চেয়ে ছিলাম। পড়ার জন্য ও মন্তব্যে অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৩:৩৫
শেরজা তপন বলেছেন: সামু বেঁচে থাক আজীবন।
০৭ ই মে, ২০২৩ রাত ৮:৩৩
কালো যাদুকর বলেছেন: বেঁচে থাক এই তো চাই। সেরজা ভাই অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু বেঁচে থাক মানুষের হৃদয়ে।
কিন্তু ফুলটা লজ্জাবতী না
০৭ ই মে, ২০২৩ রাত ৮:৩৮
কালো যাদুকর বলেছেন: ছবিপা, আমরা সবাই এটাই চাই।
ফুলটির বিস্তারিতএখানে পাবেন:
https://en.m.wikipedia.org/wiki/Cirsium_texanum
৫| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: যথার্থই বলেছেন। কিন্তু কেন আপনাকে নুতন করে এমন মনে হলো আরেকটু ক্লিয়ার করলে পাঠকের মনে জিজ্ঞাসার নিবৃতি ঘটতো।
০৭ ই মে, ২০২৩ রাত ৮:৫৫
কালো যাদুকর বলেছেন: সঠিক প্রশ্ন করেছেন। কেন আমার এরকম মনে হল। অনেক কারন আছে, এগুলো অনেকে এখানে আগেই লিখেছেন।
আবার বলছি
-ফেসবুক ইত্যাদি মাধ্যম গুলোর জনপ্রিয়তা
- মানুষের মানসিকতার পরিবর্তন (আগের মত গল্প, কবিতা প্রবন্ধ পাঠক নেই)। মানুষ শর্ট মেসেজে চলে গেছে। একদুই লাইনের টুইট বা ইনস্ট্রোগ্রামের একটি ছবিবেশি জনপ্রিয়।
- গত কয়েকদিন ধরে সামুতে এই ব্যাপারে কয়েকটি লেখা এসেছে,যেখানে বলা হয়েছে সামতে অংশগ্রহণ কমে যাচ্ছে।
এজন্যই এরকম টি লেখা।
ধন্যবাদ।
৬| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:৫২
অর্ক বলেছেন: সময় নিয়ে ভালো কিছু লিখতে পারেন। প্রোফাইল ঘুরে দেখলাম, প্রায় চোদ্দ বছর হলো এখানে!
যাক শুভেচ্ছা থাকলো।
০৭ ই মে, ২০২৩ রাত ৯:০২
কালো যাদুকর বলেছেন: প্রোফাইল দেখার জন্য অনেক ধন্যবাদ।ঠিক বলেছেন ১৪বছরে ভাল কিছু লিখতে পারিনি। আপনার কি মনে হয় এখন আর কিছু পারবো? আমার মনে হয় আমাকে দিয়ে আর ভাল কিছু হবে টবে না।
তবুওচাই সামু সবাইকে নিয়ে ভাল ভাবে বেঁচে থাক।
পড়ার জন্য ধন্যবাদ।
৭| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ।
০৭ ই মে, ২০২৩ রাত ৯:০৪
কালো যাদুকর বলেছেন: কবি
অনেক ধন্যবাদ। সামুর সুদিন ফিরবে আবার।
৮| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:১৬
মিরোরডডল বলেছেন:
মাত্র তিনটি লাইন কিন্তু নিবিড় অনুভুতির প্রকাশ।
০৭ ই মে, ২০২৩ রাত ৯:১৩
কালো যাদুকর বলেছেন: এখানে "তোমার" বলতে সামুকে বুঝিয়েছি। এই ছোট কবিতা টি একটি ইংরেজি কবিতার অনুকরণে লিখেছি। যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছে আজকাল অন্য একটি প্লাটফর্ম এ।
আমার এই ডিসক্লেইমার টি পোস্ট এ দেয়া দরকার ছিল। তাহলে সবার কাছে আরো ক্লিয়ার হতো।
যাহোক এখানে বলে দিলাম।
অনেক ধন্যবাদ।
৯| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
তোমার জন্য শব্দ দুটো থেকে যে গানটা মনে বেজে উঠলো let's listen the song.
তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল
তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা
তোমার জন্য
সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল
উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল
০৭ ই মে, ২০২৩ রাত ৯:২০
কালো যাদুকর বলেছেন: গানটি শুনবো সময় করে। আবারও ধন্যবাদ।
১০| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: ভাল থাকুক আমাদের সামু।
০৭ ই মে, ২০২৩ রাত ৯:১৭
কালো যাদুকর বলেছেন: আসলে আপনার পোষ্টটি পরেই এই কবিতাটি লিখার চেষ্টাকরেছি।
আপনাকে বিশেষ ধন্যবাদ।
১১| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:১৮
মিরোরডডল বলেছেন:
এখানে "তোমার" বলতে সামুকে বুঝিয়েছি।
সেটাতো জানি, পোষ্টটাই সামুর প্রতি ভালোবাসা।
We all know
০৭ ই মে, ২০২৩ রাত ৯:২৪
কালো যাদুকর বলেছেন: হে হে। যাক তাহলে ভাল।
১২| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:২৩
মিরোরডডল বলেছেন:
তোমার জন্য শব্দ থেকে আমার একটা প্রেমের গান মনে পড়ায় শেয়ার করেছি কিন্তু তার সাথে অফকোর্স পোষ্টের সম্পর্ক নেই।
ভুল বোঝার কিছু নেই, অল গুড
০৭ ই মে, ২০২৩ রাত ৯:২৬
কালো যাদুকর বলেছেন: অবশ্য ই নেই। যে কোন গান ই বিনোদনের জন্য ভাল।
১৩| ০৭ ই মে, ২০২৩ রাত ১১:০৪
শায়মা বলেছেন: বেঁচে থাকুক সামু!
০৮ ই মে, ২০২৩ রাত ১২:০৯
কালো যাদুকর বলেছেন: শায়মা আপা
ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ।
১৪| ০৮ ই মে, ২০২৩ রাত ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আমি ও চাই সামুর আবার আসবে সুদিন।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:২৫
কালো যাদুকর বলেছেন: আসবে , তবে কিছু টেকনিক্যাল পরিবর্তন দরকার। সেগুলো ঠিক কিকি ্আমার কাছে পরিষ্কার নয়। তবে যারা সোস্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তারা বোঝেন মনে হয়।
১৫| ০৮ ই মে, ২০২৩ দুপুর ১২:২০
মোস্তফা সোহেল বলেছেন: সামু আমার প্রিয় স্থান।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:২৫
কালো যাদুকর বলেছেন: আমারও।ধন্যবাদ।
১৬| ০৮ ই মে, ২০২৩ দুপুর ২:৪৯
অর্ক বলেছেন: ব্লগে এতো দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা নিয়ে বড়ো পরিসরে জোরালো কিছু লেখার ইঙ্গিত করেছি মন্তব্যে। ব্লগ কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ? কিভাবে প্রভাব ফেলেছে? ভালো মন্দ দিক? ভেবেচিন্তে এসব নিয়ে একটু আলোচনা। নির্দিষ্ট এ লেখার সমালোচনা মোটেই আমার উদ্দেশ্য ছিলো না।
ধন্যবাদ।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৪০
কালো যাদুকর বলেছেন: বুঝতে পেরেছি। সময় পেলে রিসার্চ করে বড় করেলিখা যায়। অনেকে লিখেনো। সেদিন দ্দেখলাম একজন ভূমিকম্প নিয়ে লিখেছেন। আমার পরে খুবই ভাল লেগেছে। তবে এরকম লেখার পাঠক নেইএখানে। আমি চেষ্টা করলে ওরকম কিছু একটা লিখতে পারব ।
কবিতা প্রিয়, মাঝে মাঝে চেষ্টা করি।
ধন্যবাদ।
১৭| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: সামুর কি হয়েছে?
প্রতিদিন সামুতে আসছি। লিখছি, মন্তব্য করছি। কোনো সমস্যা তো হচ্ছে না।
ঘটনাটা খুলে বলুন তো আমায়।
০৮ ই মে, ২০২৩ বিকাল ৫:৩১
কালো যাদুকর বলেছেন: কিছু হয়নী। সবাই সামুকে ভালবাসে এটিই বলছে। আপনার খবর কী?
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২৩ দুপুর ২:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: তুমি শুধু অমরত্ব হও
তোমার মেঘে ভাসতে থাকবো সামু
মান অভিমান প্রেমগাঢ়
দক্ষিণা হাওয়া জলঢেউ হোক আরও;
ভাল থাকবেন-------