নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একখন্ড একলা জলা, পাখির চোখের মত টলমল,
চলে এসো তুমি, শুনতে পাখির কোলাহল,
এই অজানা অরণ্যে, পাইনের বনে,
শেষ আলোতে, বেলা শেষের আধাঁরে,
শহর থেকে দুরে এই আদারে বাদারে।
এখানে গাছের ছায়া ভেসে যায় জলে,
এখানে মনের ছায়া ভেসে উঠে জলে।
এভাবেই ভেসে গিয়ে, কোথায় গিয়েছ চলে?
এসো তবে প্রিয়া, এই নিবিড় বীথি তলে।
প্রানহীন এ বনে, বৃস্টি হয়ে ঝর,
জীবন ধুয়ে শুদ্ধ ও সূচী কর,
এ ক্ষরায়, জমি চিরে উঁকি দেয় নতুন আশা,
অপেক্ষার পালা শেষ হয়ে- জল ও বীথির ভালবাসা ।
একখন্ড একলা জলা, পাখির চোখের মত অনন্ত,
একসারি পাইন অপেক্ষায় তৃশিত ও ক্লান্ত,
পাইনের ছায়া পরে স্থির জলের সমতলে,
মিলন হয় শুধু অলিক প্রতিবিম্বে, জলে - অতলে।
কোথায় গিয়েছ চলে প্রিয়া? কাছে থেকেও এত দুরে।
অরন্যের এ মুহুর্তের সাথে কি অপূর্ব মিল তরে,
স্থির, সুন্দর এবং কেবলি অধরা চিরতরে।
----------
-----------
বসন্ত শুরু হয়েছে ৷ বন্ধুবান্ধব ও সকলে মিলে কোথাও থেকে ঘুরে আসার জন্য এটিই ভাল সময় ৷ তাই জিনিস পত্র বেঁধে ছেদে বের হয়ে গেলাম ৷ গন্তব্য ~ পত্রপতনশীল অঞ্চলের কোন এক পাইনের অরন্য ৷ এলাকটি বেশ শুনশান ৷ পুরোনো কয়েকজন বন্ধুর সাথে একটি কেবিনে ডিনার ও আড্ডার আমন্ত্রন ছিল। তখন এই ছবিটি তুলেছিলাম।
জীবন ও ছবি, কবিতা, চাওয়া পাওয়া, না পাওয়া, সব নিয়েই আমাদের ছোট্ট জীবন। মাঝে মাঝে বনে বাদারে হরিয়ে গেলে, শহর থেকে দুরে গেলে -একটু ভাবার সময় পাওয়া যায়। ভাবনাগুলো কাজে পরিণত করতে গেলে আরো সময় দরকার। কিন্তু জীবন , সে তো খুবই ছোট।
১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:১২
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ৷ সহজ কথাটিই আজকাল কঠিন হয়ে যাচ্ছে বলা ৷
২| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ আবেগময় প্রকাশ
১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৪
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবি দা।
৩| ১৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ছবিতে পাইন গাছ আছে নাকি।
১৯ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৫
কালো যাদুকর বলেছেন: ঐ দুরে গাছগুলো দেখছেন ৷ ওগুলো পাইন | পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ |
৪| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ৷ সহজ কথাটিই আজকাল কঠিন হয়ে যাচ্ছে বলা ৷
এই দেশে সুন্দর ভাবে জীবনযাপন করা সম্ভব না।
২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩২
কালো যাদুকর বলেছেন: আমেরিকতে ও জীবন যাপন অত সহজ না। ব্যাপারটা রিলেটিভ | আবারও মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৫| ২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫৭
যবড়জং বলেছেন: +++ ভালো লেগেসে
২২ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৩৫
কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ৷ আজকাল কেউ কবিতা পড়ে না ৷
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা লিখেছেন।