নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

অনুবাদিত কবিতা গুচ্ছ-১ ও অন্যান্য

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

-------------------
---ব্লু-বেরি পাই---
------------------
-------------------
মোড়ের বেকারিতে ভিড়,
ক্রেতা আসে, চলে যায় চিজ কেক, অ্যাপেল পাই, প্যাটিস, বা টোস্ট বিস্কেট কিনে,
রাতের শেষে সবই বিক্রি হয়ে যায়।
এক কোনে পরে থাকে ব্লু-বেরি পাই।

কেউ খায় না, কেউ কেনে না ওকে,
একাকী পরে থাকে ব্লু-বেরি পাই-
প্রতি রাতে ফেলে দেয়া হয় পঁচে যাওয়া উচ্ছিস্ট হিসেবে।

কিছু জীবন ঠিক ব্লু-বেরি পাইয়ের মত।
তারা অপেক্ষা করে এবং অপেক্ষা করে, মরে যাওয়া পর্যন্ত।
যেভাবে অপেক্ষা করেছি, যুগ যুগ ধরে আমিও।


----------------------
-----অচীন মানুষ-----
-----------------------
-----------------------
আটটি জানালা আছে,
নয়টি দরজা আছে,
আমাদের দেহের মধ্যস্থতলে,
তার মাঝে আছে একখানা বাসা,
সেথায় বাস করে অচীন একজন।

কেউ কেউ সেই অচেনাকে চিনতে পারে।
কেউ কেউ সেই অচেনাকে চিনলেও , আস্তে আস্তে ভুলে যায়।
কেউ কেউ সেই অচেনাকে কখনোই বুঝতে পারে না।

আমি জানি তুমি কখনোই খুলে দেখনি তোমার আটটি জানালা, আর নয়টি দরজা।
নইলে, তুমি দেখতে পেতে আমাকে।


---------------****-----------------
আমার খুবই প্রিয় মাস ফেব্রুয়ারি। মাসটি প্রায় শেষের দিকে। সময় পেলাম না তাই শুধু দুটো কবিতা ভাবানুবাদ করে দিলাম। আমার এ কবিতা গুলো ইংরেজীতে আগেই অন্য কোথাও প্রকাশ হয়েছে।

সবাই বলে ফেব্রুয়ারি ভাষার মাস। আমি বলি ফেব্রুয়ারি নিজের ভাষায় ভালবাসার মাস। মনে হয় বাংলাদেশীর মধ্যে একজনও পাওয়া যাবে না যে শহীদ বেদীতে যায়নি সাদা পায়জামা-পান্জাবী বা সাদা-কালো শাড়ী পরে। শহীদ বেদীতে, নগ্ন পায়ে, পলাশ বা শিমুলের একগোছা ফুল নিয়ে কতবার গিয়েছি। ভাষা শহীদের শ্রদ্ধা ও ভালবাসা। মাঝে মাঝে ভাবি ১৯৫২ সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে কি করতাম?

সে যাই হোক- একটি নতুন কবিতা দিয়ে শেষ করছি।

----------------------------------------------------------------------------------------------------------------------------
পরিচয়

বন্ধু কই গেলা- কত দুরে,
শহীদ মিনার ও রাস্তায় হেঁটেছি কথার ফোয়ারা উড়িয়ে,
লাল, হলুদ ফুলের পাপড়ী মাড়িয়ে,
এই ফেব্রুয়ারিতে, এই বসন্তে ,সোনালী বিকেলে।

হাতে হাত ধরে, কত কোটি বার বলতে চেয়েছি - "ভালবাসি"।
চোখ চোখে বলেছি অসংখ্যবার "ভালবাসি"।
তাই হোক পরিচয় আবার,
এই ফেব্রুয়ারির কোন এক বার।

বন্ধু কই গেলা- কত দুরে,
তুমি হয়ো বসন্তের কুসুম - কলি,
আমি হবো পথের ধূলি,
হোক জরাজরি ।
এই ফেব্রুয়ারিতে, হোক আবারও পরিচয়।
এই পবিত্র শহীদ উদ্যানে,
এই গানে।

বন্ধু কই গেলা- কত দুরে,
তুমি হয়ো প্রণয়ী , প্রিত।
আমি হবো একমাত্র দয়িত।
এই বসন্তে, হোক আবারও পরিচয়,
ঐ উঁচু দোয়েল চত্তরের পাশে,
ঐ বাসন্তী মেলায় পাশাপাশি বসে।

বন্ধু কই গেলা- কত দুরে,
তুমি হয়ো এই বাংলার হাওয়া,
আমি হবো উড়াল হাঁস।

এই বসন্তের ভিড়ে,
তোমায় জড়িয়ে, উড়ে উড়ে,
দুর দেশ হতে,
আসব ফিরে,
নতুন পরিচয়ের আশায়,
এই লাল সবুজ বাংলায়।

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুন।+++

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

কালো যাদুকর বলেছেন: পড়ার জন্য কৃতজ্ঞতা ৷

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১২

এম ডি মুসা বলেছেন: পড়লাম তিনটি

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ |

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

রাজীব নুর বলেছেন: বিয়ের আগে নর-নারীর মধ্যে যে বন্ধুত্ব হয় তা বেঁচে থাকে বিচ্ছেদে। বন্ধুত্বের সময় যে কথা বলা তা শুধু বলার জন্য বলা অথবা বলার আনন্দেই বলা। বাস্তব জীবনে যখন তার দাম থাকবে না তখন বন্ধুকে বিদায় জানাতেই হয়। তাই না?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

কালো যাদুকর বলেছেন: একেবারে খাটি কথা বলেছেন ৷ বিচ্ছেছেই সার্থকতা ৷

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাবানুবাদ সুন্দর এক অনুভূতির ছোয়া

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ কবি ৷

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

শেরজা তপন বলেছেন: ব্লগার কালো যাদুকরকে অনেকদিন বাদে দেখলাম।
কবিতার অনুবাদ ভালো লেগেছে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

কালো যাদুকর বলেছেন: ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৫ ঘন্টা সময পেয়েছি ঘুমানোর জন্য গত কয়েক সপ্তাহ ৷ সময পেলেই আসি অবশ্য ৷ অনেক ধন্যবাদ পড়াতে ও মন্তব্যে ৷

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুনসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৭

কালো যাদুকর বলেছেন: ছবিআপা ৷ অনেকদিন বাদে এলেন ৷পড়ায় ও মন্তব্যে কৃতজ্ঞতা ৷ জাযাকাল্লাহু খাইরুন ৷

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: নিজের কবিতা হয়ে থাকলে 'অনুবাদিত' বলার কী প্রয়োজন?

যাই হোক, আপনার কবিতার হাত ভালো, আগেও বলেছি। শুভেচ্ছা রইল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

কালো যাদুকর বলেছেন: আসলে ভাবানুবাদ ৷ ইংরেজী থেকে সরাসরি বাংলায় অনুবাদ ভাল লাগবে না। পড়ার জন্য ও সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা ৷

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



পাইদের মাঝে ব্লুবেরী পাই বেশী পপুলার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

কালো যাদুকর বলেছেন: কথা ঠিক।এজন্যই এই নামটি ব্যাবহার করেছি। কেমন আছেন?

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুখ পাঠ্য হয়েছে। কালো যাদুর প্রভাবে বলছি বলে মনে হচ্ছে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

১০| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: ব্লুবেরী পাই কেউ খায় না কেনো!!! :-/

১৫ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৪

কালো যাদুকর বলেছেন: সেটা তো জানি না ।এখানে সোনাগাজী বলেছেন ,ওই পাই বেশ জনপ্রিয়।
তবে আমি কোনকিছু না ভেবেই লিখেছি। আপেলের পাই খেতে বেশ মজার। পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.