নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অস্তগামী সূর্যের মতই জীবন মায়ামি,
মনে হয়-
এই বুঝি, সুন্দর বিকেলের মত
আলো ছায়ার মেলায় জীবনের শ্রেষ্ঠ সময় জ্বলে ।
এর বুঝি নেই শেষ ৷
তবুও একটু পরেই
দিগন্তে মিলায় আলো,
জীবনের অবসানে।
অন্ধকারে হারায় আলো
চিরতরে,
অতীতের বিকেলের কথা মনে করে,
কেউই দুফোঁটা অশ্রু ঝড়ায় না।
আবেগে বা ভালবেসে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৫
কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ স্যার ৷ বিশ্বাসী দেখতে পাবে কেউ তাঁদের অন্তর্ধানে দুঃখ পাচ্ছে কিনা ৷ আমি তাদের কথাই বলেছি।
হায় কত কিছুই ভাবি, কিবোর্ডে সেটা আসে না।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: কিন্তু হায়! তখন তো বুঝার আর কোনই অবকাশ থাকবে না!
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৬
কালো যাদুকর বলেছেন: স্যার, বিশ্বাসীরা ঠিকই বুঝবে ৷ অনেক ধন্যবাদ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৭
এম ডি মুসা বলেছেন: কবিতা সুনদর হয়েছে
২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২২
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:২৯
খায়রুল আহসান বলেছেন: চমৎকার মায়ামাখা কবিতা, ছবিটাও।
আমার অন্তর্ধানে যদি কেউ মায়া অনুভব করে দুফোঁটা অশ্রু ঝরায়, তাহলে বুঝবো জীবনটা কিছুটা হলেও সার্থক!