নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

এক চুল দূরত্ব (একানব্বই )

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০



একটি সময় প্রার্থনা ছিল নক্ষত্র খচিত রাত্রির
এখন অপেক্ষা তুষারে জমে যাওয়া সকালের।

একটি দুইটি করে অনেক কথা জমেছে,
কথা গুলো বসেছে সারি সারি পাখির মত।
কথাগুলো শব্দ হীন,
কথাগুলোতে সংঘর্ষ নেই,
আছে শুধু আশার কথা, ভালবাসার কথা।

আশংকা হয় একটি ঝড়ো বাতাসের-
ওরা না ভয় পেয়ে উড়ে যায়,
চারিদিকে।


একটি তুষার ঝড়ে কথাগুলো জমে যাক চিরতরে,
এক চুল দূরত্ব সমান -
তোমার আর আমার মাঝে।


২৫শে জানুয়ারী
সকাল ১২:৪৭
যুক্তরাস্ট্র
------------
------------
যখন সামুতে যাত্রা শুরু করেছিলাম, ভাবিনি এতদিন থাকা হবে। শুধু পড়ার জন্যই নিবন্ধন করেছিলাম। সেখান থেকে ৯১ তম ব্লগ লিখছি , আমি কচ্ছপের থেকেও ধীরে লিখেছি, এতে সন্দেহ নেই। বাংলাতে বরাবরই ভীষণ কাঁচা, মুখচোরা ছেলেটি এতেই ভীষন অবাক নিজের তথাকথিত প্রশ্নবিদ্ধ প্রতিভাতে। গতানুগতীক ব্লগিং করিনি কখনো, সময়ের অভাব, আলস্যতা ইত্যাদি। এজন্য অনেকেই বলেছেন, আপনাদের সমালোচনা নির্দ্ধিধায় মাথা পেতে নিচ্ছি।

যেহেতু ছদ্য নামে লিখছি, সেজন্য কোন ব্লগ সংক্রান্ত সামাজিক বিষয়ে বিষয়ে যুক্ত হওয়া কঠিন। এজন্য কখনো ব্লগের কোন অনুস্ঠানে যেতে পারিনি। অবশ্য আরেকটি নিক নিলে এই সমস্যাটি এড়ানো যেত।

ছবিটি তুলেছি এবার ডিসেম্বরে। মেক্সিকো উপসাগরের উত্তর এক ধারে।

মন্তব্য ২৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতাটি ছবির মতই সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

কালো যাদুকর বলেছেন: ছবির অনুকরনে কবিতা হওয়া ঠিক কি? জানি না। মাথা থেকে কবিতাগুলো কিবোর্ড পর্যন্ত আসতে চায় না আজকাল।

২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১

শূন্য সারমর্ম বলেছেন:


মেক্সিকো উপসাগরে ছবির তোলার স্থানে গিয়ে কবিতাটি টাঙ্গিয়ে দিলে,সবাই পড়ে ভালো বোধ করবে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৩

কালো যাদুকর বলেছেন: হা হা। তখন হয়ত সি গাল গুলো আর বসে থাকবে না। তার থেকে সামুতেই টাংগানো থাক।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কেন ব্যস্ততা বেশি নাকি ভাই ? কখনো কখনো ছবি থেকে কবিতা সৃস্টি হয় আবার কবিতাও ছবি সৃস্টি করে। লিখতে থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

কালো যাদুকর বলেছেন: বেশ বিজি । কবিতা জীবনের অংশতো বটেই।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৫

মিরোরডডল বলেছেন:



কথা গুলো বসেছে সারি সারি পাখির মত।

মনে হচ্ছে চমৎকার ছবিটার জন্যই এই লাইনটির সৃষ্টি।

একটি তুষার ঝড়ে কথাগুলো জমে যাক চিরতরে,
এক চুল দূরত্ব সমান -
তোমার আর আমার মাঝে।


বাহ্ ! কবিতাটি অর্থবহ।

একেতো কচ্ছপ, তার ওপর কাঁচা হাতের লেখা তাতেই এতো সুন্দর কবিতা, দুরন্ত খরগোশ আর পাকা হাতের লেখা হলে কি জানি হতো!

কচ্ছপ ব্লগারকে ৯১তম ব্লগের শুভেচ্ছা।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১১

কালো যাদুকর বলেছেন: আসলে এই দৃশ্যটি বেশ ভাল লেগেছিল, তাই তুলেছিলাম। তখন ভাবিনি এটি কবিতায় রূপান্তরিত হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছার জন্য।
জনিনা ১০০ পর্যন্ত যেতে পারবো কিনা

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ছবি ও কবিতা চমৎকার হয়েছে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৫

কালো যাদুকর বলেছেন: মন্তব্য ও পরায় অনেক ধন্যবাদ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লেখন শৈলী

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৪

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলী সাহেব।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ছদ্মনামে লিখলেও আপনার একটি আসল নাম আছে। ছদ্মনামে পৃথিবীর সেরা সেরা লেখকরা লিখেছেন। যেহেতু দূর দেশে থাকেন তাই ব্লগ ডে' তে আসতে পারবেন না। ব্লগে বেশির ভাগ'ই ছদ্মনামে আছেন। সেটা কোনো সমস্যা নয়।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৩

কালো যাদুকর বলেছেন: হা টা তো আছেই। ব্লগের আসল সামাজিক কাজ আসলে , ত্রাণ কাজ ইত্যাদি।সেখানে বেশ ঝামেলা করে অংশ নিতে হয়।

৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ কবিতা পাঠে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: ছবিটা কিন্তু সুন্দর হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

কালো যাদুকর বলেছেন: আপনি তো ছবি তোলায় উস্তাদ মানুষ। সো, তথাস্তু।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩১

মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

কালো যাদুকর বলেছেন: কবি সাহেব, চেক করে দেখেন, এখানে কিন্তু কালো যাদুটাদুর ব্যাপার নেই। পড়ার জন্য ধন্যবাদ।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

রানার ব্লগ বলেছেন: ছবি অতি চমৎকার !! কবিতা আহা আহা আহা !!!

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। ব্লগে স্বাগতম।

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: একজন সাধারণ লোকের অসাধারণ কবিতা। :)

কথাগুলো বসেছে সারি সারি পাখির মত...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫০

কালো যাদুকর বলেছেন: প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

খায়রুল আহসান বলেছেন: সুন্দর ছবিটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
কবিতা ভালো লেগেছে।
"কথাগুলোতে সংঘর্ষ নেই, আছে শুধু আশার কথা, ভালোবাসার কথা" - চমৎকার!
মিরোরডডল এর মন্তব্যটাও ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩২

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ স্যার ৷ আসলে ভাল সিনের জন্য দিনের পর দিন অপেক্ষা করি। মাঝে মাঝে পাই তখন তুলে ফেলি।
মিরোরডডল অত্যন্ত্য পজেটিভ একজন মানুষ ৷মন্তব্যে ও সেটা বোঝা যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.