নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

শীতের রাতের কথা

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৯

শহরের এই প্রান্তে প্রায় স্তব্ধ রাত আজ,
ঝরণার কলকল শব্দে রাতের সঙ্গীত বাজে কাছে কোথাও ৷
আকাশের তারারা এক দৃষ্টিতে তাঁকিয়ে আছে ঠান্ডা দৃষ্টিতে,
বাঁশের পাতার শব্দও শোনা যায় বাতাসের আবেগে ৷
শোবার ঘর থেকে শুয়ে এসবই দেখছি -
এ কানা রাতে ৷

পেঁচার ডাক শোনা গেল
একটি ইঁদুর হয়ত মরবে কোথাও ৷
এই সুন্দরী রাতে ৷

শহরের এই প্রান্তে
কণকণে ঠান্ডায় আজ কাটবে রাত,
নিঃঘুমে ও পেঁচার ডাক শুনে,
আর একটু উষ্ণতার অপেক্ষায় ,
শত শত অভাগা মানুষের ৷

ওরা কি একটুও তাকাবে শীতে কাতর চোখ মেলে
এ অসম্ভব সুন্দর রাতের দিকে ৷
নাকি গাল দেবে নিজের ভাগ্যকে,
নাকি আঙ্গুল তুলবে অসম সমাজের দিকে,
নাকি ভাববে গ্লোবাল আবহাওয়া পরিবর্তনের কথা ,
নাকি দোষ দেবে উন্নত দেশের ক্রমাগত কার্বন নিঃসরনের প্রক্রিয়াকে ,
নাকি অসহায় ক্রোধে কেপে উঠবে ব্যার্থ সরকারি সাহায্য ব্যবস্থাতে ৷

শোবার ঘরের টেবিল ল্যাম্প নিভিয়ে,
আমি ভাবি-
আমার তাতে কি ৷
আমি তো কেবল মধ্যবিত্ত ৷
আমি এর জন্য মোটেই দায়ী নই l
ঘুমিয়ে পড়ার আগে জানলাম,
অলুক্ষনে পেঁচা আমার সাথে একমত হলো না।



---;;;;------
২৭ শে পৌষ, ১৪২৯

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
দারুন একটি কবিতা পড়া হলো। 'প্রক্রিয়া' টাইপোটা ঠিক করে দিন।
আমার অনেক টাইপো হয়।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

কালো যাদুকর বলেছেন: ঠিক করেছি | ধন্যবাদ মনোযোগ দিয়ে পড়ার জন্য ৷

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

নীলা(Nila) বলেছেন: ভালো লাগলো পড়ে

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:২০

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ নীলা।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

জ্যাক স্মিথ বলেছেন: শীতের গ্রাম একেবারে সেই লেভেলের গ্রাম; মানে শহর থেকে অনেক অনেক দূরের গ্রাম আমার খুব ভালো লাগে।
শীতের ঢাকাও ভালো লাগে, আসলে শীত কালটাই আমার ভালো লাগে।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৩

কালো যাদুকর বলেছেন: অল্প শীত আমারো খুব ভাল লাগে ৷ তবে এবারের শীতে মানুষের খুবই কষ্ট হচ্ছে।

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

অধীতি বলেছেন: অসাধারণ একটা কবিতা পড়লাম। লক্ষী-প্যাঁচার সাথে আলাপ জমান।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ও মন্তব্য করার জন্য ৷

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪২

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ রাজীব ৷

৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা খানি বেশ ভালো হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪৩

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ জলদস্যু ৷

৭| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন! + +
কবিতা পড়ার সময় একটা দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছিল। সেটা আপনার শয্যাকক্ষের দৃশ্য, শয্যার পাশে টেবিল ল্যাম্প, শয্যা থেকে দেখা আকাশের তারা, শোনা পেঁচার ডাক, ইত্যাদি।
আমার বাসার সামনেই, রাস্তার উলটো পার্শ্বে একটা ছয়তলা দালান যখন নির্মিত হচ্ছিল, তখন দেখতাম সন্ধ্যার পর থেকেই দালানের ছাদের উপর একজোড়া পেঁচা দম্পতি বসে থাকতো, আমাদের বাসার দিকে মুখ করে। সারারাত এভাবেই ঠায় বসে থাকতো।

কবিতায় প্লাস।

২৩ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৬

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ স্যার।
আসলে কল্পনার ও বাস্তবতার মিশ্রনে লিখা। জীবন ও কবিতা আসলে খুবই কাছাকাছি দুটো জগত।
কবিতার প্রেক্ষাপট আসলে এরকম। বাসার একটি রুমে, একোরিয়াম কিছু মাছ আছে, এটার পাশেই একটি বেড আছে। এখানে শুলে মনে হয় কোন ঝড়নার পাশে শুয়ে আছি। একোরিয়ামের পানির শব্দ সুমধুর। একদিন রাতে ঘুম আসছিল না। রুম পরিবর্তন করে, এখানে শুয়ে একটু ঘুমনোর চেস্টা করলাম। এই রুমের উপরেই একটি অনেক উঁচু ওক গাছ আছে। প্রায় প্রতিদিনই এখানে প্যাঁচার আনাগোনা থাকে। এদিন তাপমাত্রা খুবই কম ছিল বাইরে। আকাশের চাঁদ ও তাঁরা জানালা দিয়ে দেখতে ভাল লাগলেও, কম্বলহীন দেশের মানুষের কস্টের কথাটিও মনে পড়ছিল। সেদিন ঘুমটি যদিও আরামের ছিল, কিন্তু জীবনের কোন এক সময় কোথাও আমাকেও কম্বলহীন হয়ে রাত পার করতে হয়েছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.