নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শীতের প্রথম দিন
এরকম বিকেলে তোমার হাতটি ধরে - লম্বা দেবদাড়ু গাছের ছায়া দিয়ে হেঁটেছি কত ৷
মনে পড়ে ৷
এখন এ হাতদুটো পঁচে গেছে,
এখন এ হাতে শুধুই মৃত কবিতার জন্ম হয় ৷
শীতের ঝড়া পাতার মত
সে কবিতাগুলো ঝড়ে পড়ে,
তুমি শুন্য - এই ফাঁকা হৃদয় থেকে।
নোট:
উত্তর আমেরিকাতে আজ শীতের প্রথম দিন ৷ দিনের প্রথম মিটিংয়ে এটা নিয়ে বেশ হাসাহাসি হল। কাগজে কলমে শীতের প্রথম দিন হলেও তাপমাত্রা ১০০ ডিগ্রী ফারেনহাইটের কাছাকাছি ৷ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে আর যাই হোক শীত উৎযাপন করা যাচ্ছে না। বৈশ্যিক তাপমাত্রা বৃদ্ধির কারনে ক্যালেনডারের হিসেবে ঋতু পরিবর্তন হচ্ছেও না। সন্ধ্যার পরে আঁধ অন্ধকার পথ দিয়ে হেটে বাসায় আসার পথে উলফের হট্টগোল শুনছিলাম আর ফেলে আসা শীতের রাতের কথাই ভাবছিলাম ৷
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৭
কালো যাদুকর বলেছেন: মন্তব্যে কৃতজ্ঞতা ৷ মুছে দিয়েছি এখানে এই কবিতার লেখকের হাতের কথাই বলতে চেয়েছি ৷
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দারুণ লাগলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
মিরোরডডল বলেছেন:
উষ্ণতম শীত ভালো বলেছে
যেমনটা হয় গ্রীষ্মের শৈত প্রবাহ ।
এখানে সামারে ৪৩, ৪৬ এমনও হয় কখনও, আবার মাঝে মাঝে গ্রীষ্মের রাতে এমন ঠাণ্ডা যে ব্ল্যাঙ্কেট নিতে হয় ।
যদিও এটা খুবই রেয়ার ।
কবিতাটুকু ভালো লেগেছে ।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
কালো যাদুকর বলেছেন: আসলে পুরো বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। গরমের সময় শীত ,শীতে গরম। কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
৪| ০৩ রা অক্টোবর, ২০২২ বিকাল ৫:২১
খায়রুল আহসান বলেছেন: "উষ্ণতম শীত" - শিরোনামটাতে বেশ চমক আছে।
"এখন এ হাতে শুধুই মৃত কবিতার জন্ম হয়" - বাহ, এ কথাটাও তো খুব সুন্দর!
কবিতায় দ্বিতীয় ভাললাআ। + +
০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৬
কালো যাদুকর বলেছেন: স্যার ,শীত যে যেভাবে নেয় ৷ প্রেমিকের কাছে কনকনে শীতও উষ্ণ মনে হয়। প্রকৃতীবাদীদের কাছে মনে হবে - গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে।
কবিতা পাঠে ও উৎসাহ দেযার জন্য বিশেষ কৃতজ্ঞতা ৷
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
শুভ শৈত্য দিবস!
উষ্ণতম শীত - অসাধারণ টার্ম
এখন সে-হাতদুটো পঁচে গেছে,
এখন সে-হাতে শুধুই মৃত কবিতার জন্ম হয় ৷
শীতের ঝরা পাতার মত
সে কবিতাগুলো ঝরে পড়ে,
তুমিশূন্য এই ফাঁকা হৃদয় থেকে।
ভালো লিখেছেন কবিতাখণ্ড। তিনি তাহলে কবি? আই মিন, আপনার হাত, নাকি তার হাতের কথা বলছেন? তার কিছু কবিতা আমাদের সাথে শেয়ার করুন