নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি জীবন
ধাপে ধাপে কত ধাঁ ধাঁ
পথের বাঁক পেরিয়ে দুরে যেতে যেতে অনেক দুরে চলে যাওয়া।
তবুও বুঝি হয়না শেষ এপথ-
শেষ বিকেলের মত
নতুন রূপে নিয়ে ফিরে আসে প্রতিদিন ।
পথিক কখনো বিস্মিত,
কখনোবা ক্লান্ত - শ্রান্ত
কালের ভারে।
সবুজ বনানীতে স্বর্নের প্রলেপ,
বন্যতা হাড়িয়ে যায়,
সন্ধ্যার মুগ্ধততায়।
কান্তির ছোপে
পথিকের না হাঁটা পথ
আজানাই রয়ে যায়।
সত্য হারিয়ে জীবন বেঁকে যায়,
শেষ বিকেলর সবুজ গাছের পাতার মত।
শ্রান্ত পথিক ভাবে-
আর এগিয়ে চলে - জীবনের বাকাঁ পথ ধরে।
এক সময় সে পথে সে হারিয়ে যায়
বিকেলের সূর্যের মত।
------
সবারই সূর্যাস্তের একটি গল্প আছে। সেটি লিখতে গেলে সাত কাহন হবে। তার থেকে একটি কবিতাই ভাল , অল্প কথাতেই শেষ।
ছবি- আমার তোলা
২৮ শে জুন, ২০২২ ভোর ৬:১৭
কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
২| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাদুর মতোই হয়েছে কবিতা।
২৮ শে জুন, ২০২২ ভোর ৬:১৭
কালো যাদুকর বলেছেন: বিশেষ ধন্যবাদ।
৩| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৫
ইসিয়াক বলেছেন: জীবনের প্রতিটা দিনই নতুন.... নতুন স্বপ্ন নতুন আশা নতুন করে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার, ভালো থাকার প্রচেষ্টা।নতুন করে জেগে ওঠা। অবশেষে... প্রস্থান।দিনান্তে সূর্যাস্তের পর হিসাব মেলানো একটা ব্যপার থাকে কিন্তু জীবনের অবসানের সূর্যাস্তের পর পেছনে পড়ে থাকে একজন মানুষের পাওয়া না পাওয়ার সাফল্য ব্যর্থতার হাজার গল্প। এটাই মানব জনম।কোথা হতে এসে আবার কোথায় হারিয়ে যাওয়া।
২৮ শে জুন, ২০২২ ভোর ৬:১৮
কালো যাদুকর বলেছেন: আপনি আমার কথাটি সুন্দর করে লিখেছেন। ধন্যবাদ কবি।
৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
২৮ শে জুন, ২০২২ ভোর ৬:১৯
কালো যাদুকর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে