নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

বন

২৭ শে মে, ২০২২ দুপুর ১:১৬



চারদিকে সারিসারি পাইনের মেলা
খয়েরী পাহাড়ের তলে সবুজ শেষবেলা।

বিশালতার মাঝে একটুকরো ডেরা
এ যেন সমুদ্রের মাঝে একটি ভেলা।

ছোট - সে নয় কেবলই ছোট।
সে নয় এটো।

শহরায়ন ক্লান্ত ও নষ্ট
ছোট গাঁ ই ভবিষ্যতে স্পষ্ট।



_____________
পৃথিবী কি আরেকটি বড়যুদ্ধের দিকে যাচ্ছে? ঐযুদ্ধের পরে কি শুধু গ্রাম থাকবে? মাঝেমাঝে ভাবি।


ছবি।আমার



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০২২ দুপুর ২:৩৯

মিরোরডডল বলেছেন:

ছবিটা যাদুকরের কোন বয়সে আঁকা ?



২৭ শে মে, ২০২২ বিকাল ৫:২২

কালো যাদুকর বলেছেন: :) বেশি না । যখন ১১।

২| ২৭ শে মে, ২০২২ বিকাল ৩:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: তুই ভুল করে একবার ভালোবেসে যা
মন নিয়ে আমিতো করিনা খেলা
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে
মনে এক রাশি প্রেম, হাতে হারমোনিয়াম
ভেবো না বাঁশি হাতে হ্যামিলনে ছিলাম
এই বোকার শহরে আমি একা জাদুকর
এসেছি প্রেম ছড়াতে


[ এটা একটা গানের লিরিক্স ]

২৭ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

কালো যাদুকর বলেছেন: গানটি বেশ। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

৩| ২৭ শে মে, ২০২২ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: না আর যুদ্ধ হবে না। তবে ছোট ছোট খন্ড যুদ্ধ হবে।

২৭ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

কালো যাদুকর বলেছেন: না হলেই ভাল।রাশিয়া যেন আর কোনদেশে আক্রমণ না করে।

৪| ২৭ শে মে, ২০২২ রাত ৯:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:



আরেকটি বিশ্বযুদ্ধ হলে গ্রাম জনমানব শহর কিছুই থাকবে না। শুধু ভগ্নাংশ থাকবে। কবিতার কথামালা ভালো লেগেছে। +++

২৮ শে মে, ২০২২ ভোর ৫:১৮

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ।আশা করি হবে না।দেখা যাক।

৫| ০৫ ই জুন, ২০২২ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



চিত্রটি কার?

এটমিক মহাূদ্ধ হলে কিছুই থাকবে না।

০৫ ই জুন, ২০২২ সকাল ১১:০৬

কালো যাদুকর বলেছেন: চিত্রটি কেমন হয়েছে?

মহাযুদ্ধের দিকেই বিশ্ব যাচ্ছে মনে হয়।

৬| ১৭ ই জুন, ২০২২ ভোর ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: ইট পাথরের ভার বয়ে চলা ক্লান্ত নগরবাসীদের জন্য ছবিটিতে শ্যামল প্রান্তর আর সুবাতাসের হাতছানি!
কবিতা ভালো লেগেছে। + + +

১৮ ই জুন, ২০২২ সকাল ১০:১৭

কালো যাদুকর বলেছেন: ঠিকই বলেছেন। আমিও শহরে থাকতে থাকতে এখন মাঝে মাঝেই ক্লান্ত অনুভব করি, আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.