নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারন লোক।

কালো যাদুকর

বিশেষ কিছু নেই।

কালো যাদুকর › বিস্তারিত পোস্টঃ

দুঃখ

১৫ ই মে, ২০২২ দুপুর ২:১৭



দুঃখরা কালো অন্ধকারের মত,
দেখা যায় না তবুও কষ্ট দেয় ৷

দুঃখ গুলো ভাগ হয়ে যায়,
যদি পাশে এসে একটু শোন ৷

কঠিন ইস্পাতে গড়া হৃদয়ে,
কালো দুঃখরা দশটি পাতায় ছড়িয়ে পরে।


দশটি থেকে বিশটি ,
বিশটি থেকে চল্লিশটি
ক্রমাগত ৷


ক্ষয়ে যাওয়া ধুলো পথ ধরে,
অজানা এলোমেলো পথে অনেক অনেক খুজেছি ,
তবুও ভাগ করতে পারিনি পরানের দুঃখটুকু
হারিয়ে ফেলা তোমার সাথে ৷



......

ছবিঃ
আমার তোলা এই ছবিতে যে কার্ডগুলো দেখা যাচ্ছে ওগুলো বেশ ধারাল । সাবধানে না ধরলে হাত কেটে যায়।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২২ রাত ৯:৫৬

বিজন রয় বলেছেন: দুঃখ-কষ্ট তো ওরকমই যখন আছে তখন চল্লিশ দিক দিয়ে আসে।

কবিতায় ভালো উপলব্ধি পেলাম।

+++++

১৫ ই মে, ২০২২ রাত ১১:৩০

কালো যাদুকর বলেছেন: অনেক ধন্যবাদ। পড়ার জন্য ও মন্তব্যের জন্য।

২| ১৫ ই মে, ২০২২ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: এই কার্ড গুলো কাগজের না?

১৫ ই মে, ২০২২ রাত ১১:৩৩

কালো যাদুকর বলেছেন: নাহ্ | ওগুলো ছুড়ে মারতে হয়। নির্দিষ্ট দূরে একটি কাঠের বোর্ডে লক্ষ্ থাকে ৷ লক্ষ্যের বিভিন্ন জায়গায় গাঁথতে পারলে পয়েন্ট হয়। এজন্যই এগুলো অনেক ধারাল ৷ এক ধরনের পশ্চিমা খেলা ৷

৩| ১৬ ই মে, ২০২২ রাত ১২:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন: দুঃখ গুলো ভাগ হয়ে যায়,
যদি পাশে এসে একটু শোন ৷


ঠিকতো!

১৬ ই মে, ২০২২ রাত ১২:৩২

কালো যাদুকর বলেছেন: দুঃখের কথা কইতে গেলে শোনার সময নাই ......
একটি পুরানো গান আছে এরকম ৷

ধনবাদ পড়ার জন্য।

৪| ২৭ শে মে, ২০২২ দুপুর ২:৪৫

মিরোরডডল বলেছেন:




আর্চারি গেইমের মতো ?
কার্ড দিয়ে খেলে ?



২৭ শে মে, ২০২২ বিকাল ৫:৩৬

কালো যাদুকর বলেছেন: হ্যা।এখানে মূলত কুড়ালছুড়ে মারার খেলাছিল। এরকম ধারাল কার্ড ওছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.